শেখ হাসিনার সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে : শামা ওবায়েদ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, শেখ হাসিনার সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টায় ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের পরিচালনা পর্ষদ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, শিক্ষাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আগামীর শিক্ষানীতি প্রণয়ন করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ সরকারীকরণ করার আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছর দল-মত নির্বিশেষে সবাই বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। এমন অবস্থায় মানুষের মধ্যে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জেগেছিল। এজন্য গত বছর জুলাই-আগস্ট মাসে আমরা অনেক ছাত্র-জনতা ও শিশুকে হারিয়েছি।
শামা ওবায়েদ বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময় ফ্যাসিবাদমুক্ত ও বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ ও গণতন্ত্র ফিরে পেয়েছি। আজকে সেসব ছাত্র-জনতা ও শিশুদের স্মরণ করছি।
সভা শুরুর আগে শামা ওবায়েদকে কলেজ পরিচালনা পর্ষদ কমিটির নতুন সভাপতি হিসেবে ফুল দিয়ে বরণ করে নেন অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান।
নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহীন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ ও সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর।