জবাবদিহিতার সংস্কৃতি গড়তে ডাটা জার্নালিজম অত্যন্ত প্রাসঙ্গিক : ইফতেখারুজ্জামান

2 days ago 11

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতে ডাটা জার্নালিজমের চর্চা একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। 

তিনি বলেন, বর্তমান যুগে এটি অত্যন্ত প্রাসঙ্গিকই নয় বরং ডাটা জার্নালিজমের চর্চা সাংবাদিকদের পেশাগতভাবে আরও দক্ষ করবে এবং সংবাদকে আরও গ্রহণযোগ্য করে তুলবে।  

শনিবার (২৯ ডিসেম্বর) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘ওয়ার্কশপ অন ডেটা জার্নালিজম’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গাজীপুরের রাজেন্দ্রপুর ব্র্যাক সিডিএমে ২৬ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ ধরনের প্রশিক্ষণে ২৫ জন পেশাদার সাংবাদিক অংশ নেন। পরে সাংবাদিকদের সনদপত্র প্রদান করা হয়।

কর্মশালায় সাংবাদিকদের ডাটা বিশ্লেষণ, ডাটা সংগ্রহ এবং সঠিক পদ্ধতিতে তা উপস্থাপনের কলাকৌশল শেখানো হয়। আধুনিক কম্পিউটার টুলের ব্যবহার এবং ডাটা-নির্ভর গল্প তৈরির কৌশল নিয়ে বিস্তর আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

ড. ইফতেখারুজ্জামান বলেন, আমরা যে কাজগুলো করি সেগুলো সব সময়ই চ্যালেঞ্জিং এবং কঠিন। আমাদের মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু পেশাগত জায়গায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পেশাগত জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি তাহলে দুর্নীতি প্রতিরোধ করতে সক্ষম হব। আর পেশাগত মানদণ্ডের দিক থেকে কম্প্রোমাইজ (আপস) করা যাবে না। একবার কম্প্রোমাইজ করলে পরবর্তী সময়ে সেখান থেকে নিজেকে সরিয়ে আনা কঠিন হয়ে পড়ে। 

দুর্নীতি প্রতিরোধে টিআইবি ভবিষ্যতেও সাংবাদিকদের পাশে থাকবে বলেও জানান তিনি। 

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী এবং মাইক্রোসফট প্রশিক্ষক আনোয়ার হোসেন ফকির। এছাড়া কর্মশালায় অনলাইনে যুক্ত ছিলেন ব্লুমবার্গের ডাটা সাংবাদিক নাজমুল আহসান।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন টিআইবির সহকারী সমন্বয়কারী কেএম রফিকুল আলম, রিফাত রহমান এবং ডেপুটি সমন্বয়কারী জাফর সাদিক।

 

Read Entire Article