জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আখন ও মাহবুব আলমের উদ্যোগে ফুচকা ফেস্টের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ ফেস্টটি শুরু হয়। ফেস্ট উদ্বোধন করেন জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। এতে বিভিন্ন বিভাগের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের অংশগ্রহণে শহীদ মিনার প্রাঙ্গণ এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়। প্রত্যাশার তুলনায় বেশি ভিড় ও শিক্ষার্থীদের উৎসাহী উপস্থিতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে ফেস্ট শেষ করা সম্ভব হয়নি; অনুষ্ঠানটি দুপুর ২টা পর্যন্ত চলে।
ফেস্টে অংশ নেওয়া সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তামান্না আক্তার বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের চাপের মধ্যে এমন আনন্দঘন আয়োজন সত্যিই প্রশান্তি দেয়। সবাই একসঙ্গে মিশে ফুচকা খাওয়া মানেই অন্যরকম আনন্দ।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জাকিয়া চৌধুরী নেহা বলেন, আজকে ছাত্রদল ফ্রিতে সবাইকে ফুচকা খাইয়েছে। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় একটু বিরক্ত লাগলেও, যখন ফুচকা হাতে পেলাম তখন অনেক ভালো লেগেছে।
জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন, এই আয়োজনের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করা।
শাখা যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আখন বলেন, ফুচকার স্বাদে আমরা একটি আনন্দময় পরিবেশ তৈরি করতে পেরেছি যেখানে রাজনীতি বা বিভাগীয় ভেদাভেদ ছাড়াই শিক্ষার্থীরা একত্রিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন, রফিকুল ইসলাম, রবিউল আউয়াল, রাহাত, সাগর, তৌহিদ ও ডেনিসহ আরও অসংখ্য নেতাকর্মী।

11 hours ago
5









English (US) ·