‎জবি ছাত্রদল নেতার উদ্যোগে ফুচকা ফেস্ট

11 hours ago 5

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আখন ও মাহবুব আলমের উদ্যোগে ফুচকা ফেস্টের আয়োজন করা হয়েছে।

‎বুধবার (২৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ ফেস্টটি শুরু হয়। ফেস্ট উদ্বোধন করেন জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। এতে বিভিন্ন বিভাগের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

‎আয়োজকরা জানান, শিক্ষার্থীদের অংশগ্রহণে শহীদ মিনার প্রাঙ্গণ এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়। প্রত্যাশার তুলনায় বেশি ভিড় ও শিক্ষার্থীদের উৎসাহী উপস্থিতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে ফেস্ট শেষ করা সম্ভব হয়নি; অনুষ্ঠানটি দুপুর ২টা পর্যন্ত চলে।

‎ফেস্টে অংশ নেওয়া সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তামান্না আক্তার বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের চাপের মধ্যে এমন আনন্দঘন আয়োজন সত্যিই প্রশান্তি দেয়। সবাই একসঙ্গে মিশে ফুচকা খাওয়া মানেই অন্যরকম আনন্দ।

‎গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জাকিয়া চৌধুরী নেহা বলেন, আজকে ছাত্রদল ফ্রিতে সবাইকে ফুচকা খাইয়েছে। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় একটু বিরক্ত লাগলেও, যখন ফুচকা হাতে পেলাম তখন অনেক ভালো লেগেছে।

‎জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন, এই আয়োজনের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করা।

‎শাখা যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আখন বলেন, ফুচকার স্বাদে আমরা একটি আনন্দময় পরিবেশ তৈরি করতে পেরেছি যেখানে রাজনীতি বা বিভাগীয় ভেদাভেদ ছাড়াই শিক্ষার্থীরা একত্রিত হয়েছে। 

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন, রফিকুল ইসলাম, রবিউল আউয়াল, রাহাত, সাগর, তৌহিদ ও ডেনিসহ আরও অসংখ্য নেতাকর্মী।

Read Entire Article