জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণার দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর স্মারকলিপি দিয়েছেন ৯ম ব্যাচ (২০১৩-১৪) এর পদবঞ্চিত নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সদ্য সাবেক ও পদবঞ্চিত ২৬ নেতাকর্মীর নাম সম্বলিত এই স্মারকলিপি জমা দেন তারা। এ সময় তারা পদবঞ্চিত সকলকে যথাযথ মূল্যায়ন করে দ্রুত নতুন কমিটি গঠনের দাবিও জানান।
স্মারকলিপিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সক্রিয় কর্মী। ২০১৪ সালের ০৫ জানুয়ারি একতরফা নির্বাচনের পর থেকেই রাজপথের সকল কার্যক্রমে অংশগ্রহণ করে আসছি। গত কমিটিতে আমাদের যোগ্যতার মূল্যায়ন হলেও নবগঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে ২০১৩-১৪ সেশনকে পদপঞ্চিত করে বৈষম্যমূলক কমিটি প্রকাশ করা হয়। উল্লেখ্য, আহ্বায়ক কমিটিতে ২০০৮-৯ সেশন থেকে ২০২০-২১ সেশন পর্যন্ত অর্ন্তভূক্ত করা হয়েছে। আমরা মনে করি আহ্বায়ক কমিটিতে (২০১৩-১৪ সেশন) সংযুক্তি না করে আমাদেরকে ছাত্র রাজনীতি থেকে নিষ্ক্রিয় করার জন্য এই কমিটি গঠন করা হয়।
কমিটি প্রত্যাখ্যান করে টানা তৃতীয় দিন বিক্ষোভ :
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।
বিক্ষোভকারী নেতাকর্মীদের দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যেসব নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামের ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করা হয়েছে। অনিয়মিত ও নিজস্ব পছন্দের লোকদের দিয়ে ইউনিট কমিটি গঠন করা হয়েছে। বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট হাসিনার আমলে সর্বাধিক কারাবরণকারী নেতাদের রাজনীতি থেকে মাইনাস করার একটি পাঁয়তারা হিসেবে এ কমিটি দেওয়া হয়েছে বলে দাবি তাদের।
এর আগে, গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ৪৫ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণার জন্য বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক ও বাংলা বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী শামসুল আরেফিনকে সদস্য সচিব করে ২৭ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। এদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গেটে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শাখা ছাত্রদলের পদবঞ্চিত কয়েকটি গ্রুপ। তারপর থেকে তারা প্রতিদিন ক্যাম্পাসের সামনে সতর্ক অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী শক্তিকে রুখার আহ্বান জবি ছাত্রফ্রন্টের :
ক্যাম্পাসে ছাত্রলীগের জায়গায় নতুন কোনো সন্ত্রাসী শক্তির অপতৎপরতা রুখতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফ্রন্ট।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায় তারা।
বিজ্ঞপ্তিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতারা বলেন, শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ছাত্রলীগের জায়গায় নতুন কোন সন্ত্রাসী শক্তি যেন জায়গা করতে না পারে তার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।