জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা : জড়িতদের নিয়ে যা বললেন বিএনপি নেতা

3 hours ago 5

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসাইন হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কুমিল্লার হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান এবং হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে নিহত জোবায়েদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপজেলার কৃষ্ণপুরে গ্রামের বাড়িতে গিয়ে এই দাবি জানান তিনি।

নিহতের স্বজনদের বুকে জড়িয়ে ধরে কান্নাজড়িত কণ্ঠে আজিজুর রহমান মোল্লা বলেন, ‘জোবায়েদ ছিল এক অনন্য চরিত্রের অধিকারী শান্ত, বিনয়ী, অমায়িক আর অত্যন্ত মেধাবী একজন তরুণ। তার চোখে ছিল স্বপ্ন, পরিবার আর দেশের জন্য কিছু করার অদম্য ইচ্ছা। আজ সেই স্বপ্নগুলোও রক্তের সঙ্গে মিশে গেল।’

তিনি আরও বলেন, ‘এটি শুধু একটি পরিবারের নয়, আমাদের দেশের জন্যও অপূরণীয় ক্ষতি হলো। এমন সম্ভাবনাময় তরুণদের হারালে জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়।’ 

এ সময় উপস্থিত সবাইকে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। পাশে থাকা লোকজনও কান্না সংবরণ করতে পারেনি। জোবায়েদ নিহতের ঘটনায় কৃষ্ণপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। 

এর আগে শনিবার (১৯ অক্টোবর) ঢাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জোবায়েদ হোসাইন।

Read Entire Article