জবি শিক্ষার্থীদের লংমার্চে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

3 months ago 55
আবাসন ভাতা, পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনসহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র উদ্দেশে লংমার্চ কর্মসূচি শুরু করলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  বুধাবর (১৪ মে) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তারা কাকরাইল মসজিদের সামনে সড়কে বসে পড়েন। দুপুর ১২টা ৪০ মিনিটে রাজধানীর কাকরাইল মসজিদ এলাকায় জবি শিক্ষার্থীদের লংমার্চ কর্মসূচিতে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে।  লংমার্চে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, শান্তিপূর্ণভাবে তারা যমুনার দিকে অগ্রসর হচ্ছিলেন, এমন সময় পুলিশ হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠে এবং টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে মিছিল ভেঙে দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন, অনেকে দিকবিদিক ছুটে নিরাপদ আশ্রয় নিতে বাধ্য হন। এ দিন সকাল ১১টা ৪০ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এ লংমার্চ শুরু হয়। সেখানে সকাল ১০টা থেকে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধির সমন্বয়ে একটি প্রতিনিধিদল ইউজিসিতে যান। কিন্তু ইউজিসি থেকে আশানুরূপ কোনো ঘোষণা না আসায় ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা দেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘জুলাই ঐক্য’ সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। 
Read Entire Article