জবিতে রাজনৈতিক অস্থিতিশীলতা এড়ানোর দাবি ছাত্র অধিকার পরিষদের

1 month ago 23

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক অস্থিতিশীলতা এড়িয়ে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা।

বুধবার (২৫ ডিসেম্বর) জবি ছাত্র অধিকার পরিষদ শাখার সভাপতি একেএম রাকিব ও সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি আমরা লক্ষ করেছি, জবি শাখা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে ক্যাম্পাসে ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়েছে যা শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো ক্যাম্পাসের জন্য উদ্বেগজনক। অথচ আমরা অবাক হয়ে লক্ষ্য করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনও এই ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে।

আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মরণ করিয়ে দিতে চাই তাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো, শিক্ষার্থীদের জ্ঞানার্জনের জন্য নিরাপদ ও মনোরম পরিবেশ নিশ্চিত করা। আমরা বিশ্বাস করি, বিভিন্ন দল বা গোষ্ঠীর রাজনৈতিক স্বার্থের চেয়ে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ সবসময় বেশি অগ্রাধিকার পাবে এবং ক্যাম্পাসে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন, গত দুদিন ধরে আমরা দেখছি জবি ছাত্রদলের কমিটি নিয়ে পদ বঞ্চিতরা ক্যাম্পাসে শোডাউন ও অবস্থান করছে। বিগত দিনে ক্যাম্পাসের প্রচলিত যে রাজনৈতিক ভীতিটা ছিল তা আবার দেখা যাচ্ছে। আমরা সবসময় চেয়েছি রাজনৈতিক অস্থিতিশীলতা ক্যাম্পাসে যেন না হয়। ক্যাম্পাসের ছাত্র সংগঠনগুলো শুধুই শিক্ষার্থীদের পক্ষে কাজ করবে। কিন্তু আমরা এর বিপরীত দেখতে পেলাম। তাদের উচিত ছিল ক্যাম্পাসে এই ভাবে স্লোগান না দিয়ে নিজ রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় সংসদের মাধ্যমে সমাধান করা।

জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি একে এম রাকিব বলেন, বিগত বছরগুলোতে যে ছাত্র রাজনীতি চলেছে তার ফলেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি বিমুখ হচ্ছে। আমরা চাই ক্যাম্পাসে একটি সুস্থ রাজনীতি প্রতিষ্ঠিত হোক, যা হবে সম্পূর্ণ শিক্ষার্থীবান্ধব। আমরা আশা করব, বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ তৈরিতে পদক্ষেপ নিবেন।

Read Entire Article