জুলাই বিপ্লবের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম শহীদ সাজিদের স্মরণে ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে শহীদ সাজিদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগের দল ব্যারিয়ার ব্লাস্টার্স, রানার্সআপ হয়েছে দর্শন বিভাগের টিম ফিলোসফি কিং।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পোগজ স্কুল অ্যান্ড কলেজ মাঠ এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের মধ্যে গণঅভ্যুত্থানের চেতনা জাগ্রত করতে ও শহীদ সাজিদের স্মরণে এ খেলার আয়োজন করা হয়। ৩২টি টিম নিয়ে নকআউট খেলায় গণিত ও আইন বিভাগের খেলার মাধ্যমে এ টুর্নামেন্ট হয়।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জবি শাখার সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বির সঞ্চালনায় ও সভাপতি একে এম রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। এসময় উপাচার্য বলেন, প্রথমবার এমন টুর্মানেন্টের আয়োজন দেখছি। আমি আনন্দিত এই কারণে যে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই টুর্নামেন্ট শেষ হয়েছে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলকেই অভিনন্দন। এই ধরনের টুর্নামেন্ট চালু থাকুক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, শহীদ সাজিদের বোন ফারজানা হক প্রমুখ