জবির প্রধান ফটকে ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

2 weeks ago 17
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সদ্য ঘোষিত বিতর্কিত আহ্বায়ক কমিটিকে বিলুপ্তি এবং আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ত্যাগীদের মূল্যায়ন করে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক কমিটির দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে পদবঞ্চিত শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে প্রায় ৪০-৫০ নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বসে পড়েন। এ সময় তারা ‘পকেট কমিটি মানি না, মানবো না’, ‘বিতর্কিত কমিটি মানি না, মানবো না’, ‘গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক কমিটি চাই’- এমন বিভিন্ন স্লোগান দেন। পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে দীর্ঘদিন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় নেতাদের উপেক্ষা করা হয়েছে। তুলনামূলক নিষ্ক্রিয়, বিতর্কিত, এমনকি ছাত্রলীগ থেকে আসা কর্মীদের পদায়ন করা হয়েছে। এ ছাড়া পুরোনো পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে চাকরিজীবী, বিবাহিত ও বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন। জবি ছাত্রদলের সদ্য সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, ৫ম ব্যাচের মোসাব্বির মিল্লাত পাটোয়ারী বলেন, নবগঠিত আহ্বায়ক কমিটিতে তাকে বাদ দেওয়াসহ  ৯ম ও ১১ ব্যাচকে রাজনীতি হতে মাইনাস করে, সুস্পষ্ট বৈষম্যের বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে, অনতিবিলম্বে কমিটি স্থগিত করে পুনরায় বৈষম্যহীন কমিটি না দিলে এর দায়ভার পকেট কমিটিকে নিতে হবে। এর আগে গত ২৪ ডিসেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ৪৫ দিনের মধ্যে সম্মেলনের উদ্দেশ্যে জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। এরপর থেকেই কমিটিকে কেন্দ্র করে নানা অভিযোগ ও অসন্তোষ দেখা দেয়।
Read Entire Article