জবির শরীরচর্চা কেন্দ্রের প্যাডে মুজিববর্ষ লোগো

1 month ago 30

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শরীর চর্চা কেন্দ্রের প্যাডে এখনো ব্যবহার করা হচ্ছে মুজিব শতবর্ষের লোগো। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, সোমবার (১৭ ফেব্রুয়ারি) জবির শরীর চর্চা কেন্দ্র দপ্তর থেকে সব চেয়ারম্যান বরাবর ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৮ম বার্ষিক অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা-২০২৫ (ছাত্র-ছাত্রী)’ এ অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের নাম প্রেরণ প্রসঙ্গে শীর্ষক এক সংবাদ বিজ্ঞপ্তিতে লোগো ব্যবহার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহ্বায়ক এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন, ক্রীড়া উপ-কমিটি (অ্যাথলেটিকস ও সাঁতার) আহ্বায়ক ড. বিষ্ণুপদ ঘোষ এবং জবির শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের উপপরিচালক (শারীরিক শিক্ষা) গৌতম কুমার দাস।

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নয়ন খান লিও লিখেছেন, এ লোগোটা এখনো ইউজ করে কেন? এ লোগোটা থেকে আওয়ামী দুর্গন্ধ আসে।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী জিহাদ লিখেছেন, নোটেড। কালকেই প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।

এ ব্যাপারে শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের উপপরিচালক (শারীরিক শিক্ষা) গৌতম কুমার দাস বলেন, সরি। আসলে এটা গত বছরের প্যাড ছিল। ভুল করে চলে গেছে। পরে আমি নিজেই সংশোধন করে দিয়েছি।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহ্বায়ক এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, আগের বছর ছিল এজন্য লক্ষ্য করা হয়নি। সিগনেচার করার সময় আমিও খেয়াল করিনি। পরে নজরে আসায় সব নোটিশ প্রত্যাহার করেছে। এখন আর ওসব লোগো ব্যবহারের সুযোগ নেই। আমি নিজে বলে সব প্রত্যাহার করেছি। নতুন করে আবার নোটিশ দেওয়া হয়েছে আজ।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমিন বলেন, আমি এখনো নোটিশটি দেখিনি। আমি বিষয়টি দেখছি।

Read Entire Article