জবিশিস সম্পাদককে নিয়ে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ

2 hours ago 3

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘জয় বাংলা শিক্ষক সমাজ’-এর আহ্বায়ক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন কুমার বিশ্বাসকে কেন্দ্র করে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনকে জড়িয়ে যে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি (জবিশিস)।

বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় এ প্রতিবাদ জানান তারা।

সভায় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের বিরুদ্ধে কয়েকটি অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত বিভ্রান্তিকর তথ্য উত্থাপিত হয়েছে। এহেন উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার নিন্দা জানান তারা।

শিক্ষক সমিতি মনে করে, এ ধরনের অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত এবং অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের মানহানি ঘটানোর একটি অপচেষ্টা। এ অপপ্রচারের পেছনে কোনো কুচক্রী মহলের হীন ষড়যন্ত্র থাকতে পারে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এ ধরনের অপবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে।

প্রসঙ্গত, গতকাল বুধবার বিকাল ৪টায় ক্যাম্পাসে  প্রবেশ করলে বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মিল্টন কুমার বিশ্বাসকে আটক করে শিক্ষার্থীরা। জানা যায়, শিক্ষক সমিতি বরাবর হত্যা মামলা থেকে অব্যাহতি প্রদানের আবেদন জমা দিতে আসেন তিনি। এসময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দিনের কক্ষ থেকে বের হওয়া মাত্র কলা ভবনের সামনে থেকে শিক্ষার্থীরা মিল্টন বিশ্বাসকে আটক করে তাকে। এরপর অধ্যাপক মিল্টন বিশ্বাস ও আত্মীয় পরিচয় আসা ব্যক্তি জনকে প্রক্টর অফিসে রাখা হয়।

Read Entire Article