যশোরের মনিরামপুরে যাত্রীবাহী বাস এবং মুরগিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে আটার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মনিরামপুর বাঁধঘাটা মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, পটুয়াখালীর রাসেল হোসেন (২৮), কুড়িগ্রামের আকাশ হোসেন (২৯), ঝালকাঠির কাইয়ুম হোসেন (২০), নওগাঁর আবদুস সাত্তার (২৮), খুলনার ডুমুরিয়া উপজেলার আবদুর রউফ (৬৫), মনিরামপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের শফিকুল ইসলাম (৩২), লাউড়ী গ্রামের রাশিদা বেগম (৪৫), বাঙ্গালীপুর গ্রামের তাজাম্মুল হোসেন (৫৫) এবং ঝিকরগাছা উপজেলার জয়ন্তী রানি (৬০)। আরেক জনের নাম জানা যায়নি।
আহতদের উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত বাস এবং পিকআপভ্যান উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস মনিরামপুরের বাঁধাঘাটা মোড়ে পৌঁছালে বিপরীত থেকে আসা মুরগিবাহী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস এবং পিকআপের সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়।
আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ুন রশিদ জানান, এর মধ্যে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাসেল হোসেন ও আকাশ হোসেনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
মনিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী জানান, ঘটনার পর বাস এবং পিকআপভ্যানটি উদ্ধার করা হয়েছে।