জমির বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

3 weeks ago 10
শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের দায়ের কোপে আরেক ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চরশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।  নিহত ওই যুবকের নাম ওয়াসিম আকরাম (২৫)। তিনি একজন সেনা সদস্য। তিনি সিলেট সেনানিবাসে কর্মরত ছিলেন। অভিযুক্ত ভাইয়ের নাম রঞ্জু। তিনি নিহত ওয়াসিমের চাচাতো ভাই। এ ঘটনায় শেরপুর সেনা ক্যাম্পের সেনা সদস্য, র‌্যাব-১৪ এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে পুলিশসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা এ বিষয়ে কাজ করছে বলে জানিয়েছে জেলা পুলিশ। পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের হাসেন আলীর ছেলে সেনা সদস্য ওয়াসিম আকরাম গত শুক্রবার ছুটিতে গিয়ে শ্বশুরবাড়িতে ওঠেন। তিন দিন শ্বশুরবাড়িতে থাকার পর সোমবার সকালে নিজ বাড়ি চরশেরপুরে যান। বাড়িতে গিয়ে সকালে তার চাচা সালাম গংদের সঙ্গে বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান তিনি। ধান কেটে ধানের আঁটি নিয়ে বাড়ি ফেরার সময় চরশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গেলে চাচা সালাম, রঞ্জু, শফিকসহ কয়েকজন তার ওপর আক্রমণ করে। এক পর্যায়ে চাচাতো ভাই রঞ্জু তার হাতে থাকা দা দিয়ে ওয়াসিমের ঘাড়ে কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা আরও জানান, নিহত এ সেনা সদস্য ছয় বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন। মাত্র ছয় মাস আগে তিনি শেরপুর পৌরশহরের শীবত্তোর মহল্লায় বিয়ে করেছেন। এ ব্যাপারে শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া কালবেলাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতা ও জমি নিয়ে বিরোধ চরমে পৌঁছে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে পূর্ণ তদন্ত ও পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়া ছাড়া বিস্তারিত বলা যাবে না। আমরা ইতোমধ্যে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। আমাদের তদন্ত চলমান আছে। আশাকরি দ্রুত সময়ের মধ্যে অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হবে।
Read Entire Article