জরুরি অবস্থায় করণীয় কী
► মানুষের জীবনে জরুরি অবস্থা আসলে বলে-কয়ে আসে না। যে কোনো বিপদে হাতের কাছে থাকা মোবাইল সংকট মোচনের চাবিকাঠি। জরুরি নম্বরে ফোন করে বিপদের কথা জানালে মিলবে উদ্ধার... ► সাধারণ ফোনে ৫ অথবা ৯ বাটনটি একটু বেশি সময় চাপ দিয়ে ধরে রাখলে চালু হয়ে যায় ইমার্জেন্সি কল। এরপর ফোনের সেটিংস ভেদে একটি লাল বৃত্তাকার রেখা দেখাবে। যেখানে টাচ করে তিন সেকেন্ড ধরে রাখতে হবে... বিপদ আসলে বলে-কয়ে আসে না। বিশেষত, অসুস্থতা, চোর-ডাকাত কিংবা নৃশংস হামলার শিকার হলে তাৎক্ষণিক আপনার অবস্থান কাছের মানুষকে জানাতে পারলে উদ্ধার কাজ অনেকটাই সহজ হয়ে যায়। এ কাজকে আরও সহজ করতে পারে হাতে থাকা স্মার্টফোন। কেননা, আমরা সাধারণত বিপদে