জলবায়ু পরিবর্তনে সংকটে উত্তর-পশ্চিমাঞ্চলের কৃষি

16 hours ago 5
দেশের কৃষিখাতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা আছে। ঝুঁকিতে পড়তে পারে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কৃষিপ্রধান এলাকা। ওই এলাকায় ফসলের উৎপাদন ২৫ শতাংশ কমতে পারে।    সম্প্রতি বিজ্ঞান সাময়িকী স্প্রিঞ্জার এর প্রকাশিত বই ‘ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সয়েল-ওয়াটার-প্ল্যান্ট নেক্সাস’ এ প্রকাশিত এক গবেষণা নিবন্ধে এ তথ্য বলা হয়েছে।   বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ কামরুজ্জামান মিলনের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় দেখানো হয়েছে, কীভাবে তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কৃষি উৎপাদনে বড় ধরনের প্রভাব ফেলছে। এ ধরনের পরিবর্তনের কারণে ভবিষ্যতে প্রধান খাদ্যশস্য, বিশেষ করে ধান, গম ও ভুট্টার উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে, যা খাদ্য নিরাপত্তায় বড় সংকট তৈরি করতে পারে বলে গবেষণায় উঠে এসেছে। গবেষণায় বলা হয়, তাপমাত্রা বৃদ্ধির ফলে দেশের উত্তরাঞ্চলের কৃষিজমিতে ফসলের উৎপাদনশীলতা হ্রাস পেতে পারে। উচ্চ নির্গমন পরিস্থিতিতে ২১০০ সালের মধ্যে রাতের গড় তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যা ফসলের জীবনচক্রে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি করবে। পাশাপাশি শীতকালে বৃষ্টিপাতের পরিমাণ গড়ে প্রতি বছর ১.৩ মিলিমিটার হ্রাস পেতে পারে। ফলে উত্তর-পশ্চিমাঞ্চলের কৃষি জমিতে পানির সংকট তৈরি হচ্ছে। এ পরিস্থিতি চলতে থাকলে তা এ শতকের শেষ নাগাদ ধান, গম ও শাকসবজির উৎপাদন ২৫ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে।   এ ছাড়া উপকূলীয় এলাকাগুলোতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণেও কৃষি উৎপাদন কমে যেতে পারে, যা দেশের খাদ্য নিরাপত্তায় নতুন ঝুঁকির সম্ভাবনা তৈরি করবে বলে এ গবেষণায় উঠে এসেছে।   ড. মোহাম্মদ কামরুজ্জামান মিলন বলেন, যদি অভিযোজন কৌশল বা নতুন প্রযুক্তি ব্যবহার করা না হয়, তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কৃষি উৎপাদন ২৫ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে।   তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এভাবে হতে থাকলে শীতকালীন খরা বাড়তে থাকবে। ভবিষ্যতে শীতকালীন ফসল আরও ক্ষতিগ্রস্ত হবে। তবে যদি কৃষি ক্ষেত্রে নতুন কৌশল কিংবা প্রযুক্তি উদ্ভাবন করা যায় এবং বিজ্ঞানীরা এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করেন, তাহলে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। কিন্তু যদি এমন অবস্থাই অব্যাহত থাকে, তাহলে কৃষি উৎপাদন ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা থেকে যাবে। সম্প্রতি আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের ২৯তম জলবায়ু সম্মেলনে (কপ-২৯) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বক্তব্যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ক্রমেই খারাপ হয়ে চলেছে। আমাদের সভ্যতা ঝুঁকির মুখে দাঁড়িয়ে আছে, যেহেতু আমরা নিজেদের মূল্যবোধগুলো ক্রমাগত ধ্বংস করে চলেছি।
Read Entire Article