জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এতে ভোটারদের উপস্থিতি ছিল বেশ আশাব্যঞ্জক। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। সিনেট ভবনে ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশ করা হবে।
কোন হলে কত ভোট পড়লো
১৩ নম্বর ছাত্রী হলে মোট ভোটার ৫৩২ জন। ভোট দিয়েছেন ২৭৯ জন। অর্থাৎ এই হলে ৫২ শতাংশ ভোট পড়েছে।
রোকেয়া হলে মোট ভোটার ৯৫৫ জন। সেখানে ভোট দিয়েছেন ৬৮০ জন। ভোট প্রদানের হার ৭১ শতাংশ।
প্রীতিলতা হলের মোট ভোটার ৩৯৯ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ২৪৬ জন। অর্থাৎ ৬১ শতাংশ ভোট পড়েছে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলে মোট ভোটার ৫৭১ জন। এই হলে ভোট দিয়েছেন ৩৩৮ জন। ভোটের হার ৫৯ শতাংশ।
রবীন্দ্রনাথ ঠাকুর হলে মোট ভোটার ৩৫০ জন। সেখানে ভোট দিয়েছেন ২৬১ জন (৭৪.৫ শতাংশ)।
মওলানা ভাসানী হলে ৫১৪ জনের মধ্যে ভোট দিয়েছেন ৩৮৪ জন। ভোট প্রদানের হার ৭৪.৭ শতাংশ।
শহীদ সালাম বরকত হলে মোট ভোটার ২৯৯ জন। সেখানে ভোট দিয়েছেন ২২৫ জন। ভোটের হার ৭৫ শতাংশ।
শহীদ রফিক জব্বার হলের মোট ভোটার ৬৫৬ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ৪৬০ জন। ভোট প্রদানের হার ৭০ শতাংশ।
৪৬৪ জন ভোটার রয়েছেন মীর মশাররফ হোসেন হলে। ভোট দিয়েছেন ৩১৪ জন। ভোটের হার ৬৭ শতাংশ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে মোট ভোটার ৯৯১ জন। ভোট দিয়েছেন ৮০৭ জন। অর্থাৎ ৮১ শতাংশ ভোট পড়েছে এই কেন্দ্রে।
তারামন বিবি হলে ভোটার সংখ্যা ৯৮৪ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ৫৬২ জন। ভোটের হার ৫৭ শতাংশ।
জাহানারা ইমাম হলের মোট ভোটার ৪০০ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ২৪২ জন। ভোটের হার ৬০ শতাংশ।
এসআর/জেআইএম