জাকাতের বিধান ও সমকালীন মাসায়েল নিয়ে নতুন গ্রন্থ ‘জাকাত’
ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত জাকাত বিষয়ে সমকালীন ও বাস্তবমুখী দিকনির্দেশনা সমৃদ্ধ নতুন একটি গ্রন্থ প্রকাশ হয়েছে। ‘জাকাত : মৌলিক বিধান ও সমকালীন মাসায়েল’ শিরোনামের বইটির লেখক সিলেটের প্রখ্যাত আলেম ও গবেষক মাওলানা শামছুদ্দীন দুর্লভপুরি। দীর্ঘ অধ্যয়ন, দারস ও বাস্তব অভিজ্ঞতার আলোকে রচিত এই গ্রন্থে জাকাত সংক্রান্ত মৌলিক বিধানের পাশাপাশি বর্তমান সময়ের জরুরি ও জটিল মাসায়েল সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। আধুনিক অর্থনৈতিক বাস্তবতায় একজন মুসলমান কীভাবে জাকাত আদায় করবেন—সে বিষয়ে ইসলামী শরিয়তের স্পষ্ট দিকনির্দেশনা বইটিতে তুলে ধরা হয়েছে। বইটির ভূমিকায় লেখক উল্লেখ করেন, জাকাত ইসলামের একটি মৌলিক বিধান এবং নেসাব পরিমাণ সম্পদের মালিকদের জন্য জাকাত আদায় করা ফরজ। সম্পদের ওপর ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম কার্যকর মাধ্যম হলো জাকাত। মানুষের সম্পদকে পবিত্র ও পরিশুদ্ধ করার ক্ষেত্রেও জাকাতের গুরুত্ব অপরিসীম। এই বাস্তবতা সামনে রেখেই জাকাতের সমকালীন মাসায়েল নিয়ে ছোট কলেবরে, আধুনিক ধাঁচে একটি গ্রন্থ রচনার ইচ্ছা ছিল তার দীর্ঘদিনের। গ্রন্থটি মূলত লেখকের তালিবুল ইলম থাকাকালীন নিজ হাতে লিখিত নোট, শিক্ষকতা জ
ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত জাকাত বিষয়ে সমকালীন ও বাস্তবমুখী দিকনির্দেশনা সমৃদ্ধ নতুন একটি গ্রন্থ প্রকাশ হয়েছে। ‘জাকাত : মৌলিক বিধান ও সমকালীন মাসায়েল’ শিরোনামের বইটির লেখক সিলেটের প্রখ্যাত আলেম ও গবেষক মাওলানা শামছুদ্দীন দুর্লভপুরি।
দীর্ঘ অধ্যয়ন, দারস ও বাস্তব অভিজ্ঞতার আলোকে রচিত এই গ্রন্থে জাকাত সংক্রান্ত মৌলিক বিধানের পাশাপাশি বর্তমান সময়ের জরুরি ও জটিল মাসায়েল সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। আধুনিক অর্থনৈতিক বাস্তবতায় একজন মুসলমান কীভাবে জাকাত আদায় করবেন—সে বিষয়ে ইসলামী শরিয়তের স্পষ্ট দিকনির্দেশনা বইটিতে তুলে ধরা হয়েছে।
বইটির ভূমিকায় লেখক উল্লেখ করেন, জাকাত ইসলামের একটি মৌলিক বিধান এবং নেসাব পরিমাণ সম্পদের মালিকদের জন্য জাকাত আদায় করা ফরজ। সম্পদের ওপর ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম কার্যকর মাধ্যম হলো জাকাত। মানুষের সম্পদকে পবিত্র ও পরিশুদ্ধ করার ক্ষেত্রেও জাকাতের গুরুত্ব অপরিসীম। এই বাস্তবতা সামনে রেখেই জাকাতের সমকালীন মাসায়েল নিয়ে ছোট কলেবরে, আধুনিক ধাঁচে একটি গ্রন্থ রচনার ইচ্ছা ছিল তার দীর্ঘদিনের।
গ্রন্থটি মূলত লেখকের তালিবুল ইলম থাকাকালীন নিজ হাতে লিখিত নোট, শিক্ষকতা জীবনের শুরুর দিকের জাকাত বিষয়ক গবেষণা এবং শিক্ষার্থীদের সংরক্ষিত দারসের আলোকে সংকলিত হয়েছে। সব লেখা ও দারস একত্রিত করে গ্রন্থাকারে সংকলনের কাজ করেছেন লেখকের বড় ছেলে মাওলানা জুনায়েদ শামসি।
বর্তমান যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে বইটির তাহকিক, তাখরিজ ও তালিকের গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছেন লেখকের অন্যতম ছাত্র মুফতি আবদুর রহমান হোসাইনী। তার নিষ্ঠা ও পরিশ্রমের কারণে বইটি দ্রুত প্রকাশের আলো দেখতে পেয়েছে বলে ভূমিকায় উল্লেখ করা হয়েছে।
লেখক জানান, গ্রন্থটি সর্বোচ্চ নির্ভুলতা ও বিশুদ্ধতার সঙ্গে প্রকাশের চেষ্টা করা হয়েছে। তারপরও কোথাও কোনো ভুল-ত্রুটি থেকে গেলে পাঠকদের তা জানাতে অনুরোধ জানানো হয়েছে, যাতে পরবর্তী সংস্করণে সংশোধন করা সম্ভব হয়।
প্রকাশিত এই গ্রন্থটি আধুনিক বিশ্বের একজন মুসলমানের অর্থনৈতিক জীবনকে সামনে রেখে রচিত হওয়ায় সাধারণ পাঠক থেকে শুরু করে আলেম-উলামা ও শিক্ষার্থীদের জন্যও সমানভাবে উপকারী হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। আল্লাহ তায়ালার দরবারে গ্রন্থটির সঙ্গে সংশ্লিষ্ট সকলের জন্য কবুলিয়াত ও কল্যাণ কামনা করেছেন লেখক।
গ্রন্থটি সংগ্রহ করতে পারবেন আপনার শহরের বড় বড় সব লাইব্রেরি থেকে। এ ছাড়া ঘরে বসে অনলাইন বুক শপ থেকেও অর্ডার করতে পারবেন। সরাসরি লেখকের হাত থেকে নিতে চাইলে যোগাযোগ করুন ০১৭৮৮৯০৩১ নম্বরে।
What's Your Reaction?