জাকের পার্টির পতাকাতলে দেশবাসী নিরাপদ : আমীর ফয়সাল

4 hours ago 5
জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল বলেছেন, ইমান ও আকিদার ওপর ভিত্তি করে জাকের পার্টি পথ চলে। জাকের পার্টির নেতাকর্মীদের মধ্যে ক্ষমতার লোভ নেই। তাই হালুয়া-রুটির ভাগাভাগি বা কামড়াকামড়ি নেই। জাকের পার্টির পতাকাতলে দেশবাসী নিরাপদ।  তিনি বলেন, জাকের পার্টির ধান্দাবাজি, চাঁন্দাবাজিতে বিশ্বাস করে না। জাকের পার্টির মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই। সুশৃঙ্খল ও সুসজ্জিত একটি দল।  রোববার (২৬ অক্টোবর) যশোর টাউনহল মাঠে যশোর পৌর জাকের পার্টি আয়োজিত জনসভায় ভিডিও কলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি বলেন, এমন একটা সময় আসবে উন্নত বিশ্ব বাংলাদেশের কাছে ভিক্ষা চাইবে। কিন্তু অবাক করা বিষয় হলো, নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে দেশের কিছু রাজনৈতিক দলের নেতারা দেশের মানুষের কাছে ভিক্ষার থলে ধরিয়ে দিচ্ছে। দেশ ও জাতির স্বার্থে ঘরে ঘরে গোলাপ ফুলের দুর্গ গড়ে তুলতে হবে। প্রতিটি ঘরের সামনে একটি করে গোলাপফুল গাছ লাগিয়ে এ যাত্রা শুরু করতে হবে। যশোর জেলা থেকে গোলাপ ফুলের বিজয়ের সূচনা শুরু করতে হবে। যশোর সদর উপজেলা জাকের পার্টির সভাপতি কাজী ওমর ফারুকের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সাল, জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মুফতি শরিফুল ইসলাম সাইফী ও যশোর জেলা জাকের পার্টির সভাপতি মহিদুল ইসলাম। আরও পড়ুন : বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা বক্তব্য রাখেন যশোর জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক রিজাউল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, জেলা মহিলা ফন্টের সাধারণ সম্পাদক শাহিদা হায়দার ও জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি তৌহিদুর রহমান।
Read Entire Article