জাতিসংঘের ঘোষণা শুনে কাঁদলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

1 month ago 9

জাতিসংঘের এক ঘোষণার পর প্রকাশ্যে কাঁদতে দেখা গেছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে। মঙ্গলবার প্লানাটো প্যালেসে এক বক্তব্যের সময় আবেগী হয়ে পড়েন তিনি।

এ সময় তাকে কাঁদতে দেখা যায়। নিজের যৌবনের দারিদ্র্য অবস্থার কথা বর্ণনা করতে গিয়ে লুলা কান্নায় ভেঙে পড়েন।

সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও ব্রাজিলকে সুখবর দেয়। এতে বলা হয়, জাতিসংঘের হাঙ্গার ম্যাপ থেকে আরও একবার বের হতে পেরেছে ব্রাজিল। নিজের যৌবনে অন্য ব্রাজিলীয়দের মতো লুলাকেও অনেক সময় ক্ষুধার্ত থাকতে হয়েছে। এখন হাঙ্গার ম্যাপ থেকে বেরিয়ে যাওয়ায় ব্রাজিল উন্নতি করছে বলে মনে করেন লুলা।

দীর্ঘ সময় ফ্যাক্টরিতে কাজ করেছেন লুলা। ক্ষুধা লাগলেও তা লজ্জায় বলতে পারতেন না। তখন চুপচাপ আবারও কাজে লেগে যেতেন। সিভিয়ার আন্ডারনারিসমেন্ট দেশের তালিকা থেকে সম্প্রতি ব্রাজিলকে হটিয়ে দেয় এফএও।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

 

Read Entire Article