জাতীয় তায়কোয়নদোতে চ্যাম্পিয়ন বসুন্ধরা গ্রুপ

2 months ago 9

আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ১৬তম আই.টি.এফ জাতীয় তায়কোয়নদো প্রতিযোগিতা। ২৬ ও ২৭ জুন, ঢাকার সেন্ট্রাল তায়কোয়নদো একাডেমিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নিয়েছে বসুন্ধরা গ্রুপ তায়কোয়নদো দল।

এই আসরে বসুন্ধরা গ্রুপ পুরুষ সিনিয়র এবং পুরুষ ভেটারান ক্যাটাগরিতে সর্বমোট ১০টি স্বর্ণপদক অর্জন করে শীর্ষে উঠে আসে। অন্যদিকে স্বাগতিক সেন্ট্রাল তায়কোয়নদো একাডেমি ৮টি স্বর্ণপদক নিয়ে হয়েছে রানার আপ।

বর্ণাঢ্য এই প্রতিযোগিতায় ১১টি জেলা, একটি বিশ্ববিদ্যালয় এবং বসুন্ধরা গ্রুপসহ বিভিন্ন ক্লাব ও থানাভিত্তিক সংস্থা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় মোট ২৭৬ জন খেলোয়াড় অংশ নেন এবং ৩২টি ইভেন্ট ক্যাটাগরিতে লড়াই অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার সেরা সুশৃঙ্খল দল হিসেবে নির্বাচিত হয়েছে IUBAT ইউনিভার্সিটি তায়কোয়নদো দল।

এবারের আসরে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন মো. আল আমিন সিকদার, মো. রহমতুল্লাহ নিশান, নিমু, আতিয়া মীম সারা, ওমর ওসমান এবং মারুফ হাসান খান সাজিদ। এছাড়া, একটিভ প্রশিক্ষক পদক অর্জন করেছেন এস কে বিজয় দাস, আদম মোহাম্মদ ঈসা, শাহজাহান সম্রাট ও জহুরা আক্তার মিম।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তায়কোয়নদো ফেডারেশনের (ITF) সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আন্তর্জাতিক তায়কোয়নদো ফেডারেশনের সহকারী মহাসচিব শিমুল শিকদার এবং আম্পায়ার কমিটির চেয়ারম্যান মো. হারুনসহ আরও অনেক কর্মকর্তা ও সদস্য।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে আইটিএফ তায়কোয়নদোর প্রবর্তক মাস্টার মো. সোলায়মান শিকদার।

প্রতিযোগিতাটি শুধু প্রতিযোগিতার সীমায় সীমাবদ্ধ না থেকে খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করেছে বলে আয়োজকরা জানান।

 

Read Entire Article