দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে বরিশাল সদর উপজেলার চরমোনাই মাদ্রাসা ময়দানে ওলামা-সুধী সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
রেজাউল করীম বলেন, দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে। এখন ক্ষমতা এবং স্বার্থের নেশায় থাকলে চলবে না। ষড়যন্ত্র রুখে দিয়ে স্বপ্নের স্বদেশ বিনির্মাণে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাসিত আজাদ, বাংলাদেশ ফরায়েজী জামায়াতের আমির হাজি শরীয়তুল্লাহর উত্তরসূরি বাহাদূরপুরের পীর হাফেজ মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান, বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ আল ফরিদী, ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জনপ্রিয় ইসলামী বক্তা হাফিজুর রহমান সিদ্দিক, গণঅধিকার পরিষদ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, কমল নগরের পীর আল্লামা খালিদ সাইফুল্লাহ, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাসিত আজাদ বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই, আমরা সবাই ঐক্যবদ্ধ হবো।
গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে অন্যদের অবজ্ঞা করা যাবে না। সব দলের প্রতিনিধিদের মতামত নিয়ে কাজ করতে হবে। ছোট খাট বিরোধের কারণে যাতে আমরা নতুন করে দেশ গড়ার সুযোগ থেকে বঞ্চিত না হই সে দিকে খেয়াল রাখতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের স্লোগান ‘নেতা নয় নীতির পরিবর্তন চাই’ এই স্লোগান বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধ থেকে নতুন কিছু করতে হবে।