জাতীয় ঐক্যের ব্যাপারে কোনো ছাড় নয় : জামায়াত আমির

11 hours ago 7

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা বিফল হতে দেওয়া যাবে না। দেশের স্বার্থে জাতীয় ঐক্যের ব্যাপারে কোনো ছাড় নয়। 

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে যশোর শহরের একটি অভিজাত হোটেলে সুধী সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, বয়স্ক এবং তরুণদের সমন্বয়ে যে দেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ সেই দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আর যারা জীবিত আছেন সবাই আমাদের হৃদয়ের স্থানে থাকবে।

যশোর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আজীজুর রহমান।

সমাবেশে যশোর আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট, আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন, লেখক, গবেষক বেনজীন খান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মো. মাহবুব মুর্শিদ, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এএইচএম আহসান হাবীব, শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।

Read Entire Article