জাতীয় দল থেকে লিটনের বিরতি নেওয়া উচিত ছিল: সুজন

14 hours ago 5

লিটন দাসের সঙ্গে তার সখ্যতা অনেক পুরোনো। বিভিন্ন সময় ক্লাব ও বিপিএলে তার কোচিংয়ে খেলেছেন লিটন। প্রথম দুই বাক্যের সর্বনাম দুটি খালেদ মাহমুদ সুজনের। জাতীয় দলের টিম ম্যানেজমেন্টে থাকার সময়ও লিটনকে কাছে পেয়েছেন এই সাবেক অধিনায়ক। তবে আবাহনীর কোচ হিসেবেই লিটনকে বেশি দিয়েছেন এই প্রশিক্ষক। কাজেই, লিটনের সবটাই খুব ভালো করে জানা সুজনের।

আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলেও লিটনের গুরু সুজন। ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন উইকেটকিপার ব্যাটার। কোচের দায়িত্ব পালন করবেন সুজন।

অনেকদিন ধরেই ছন্দে নেই লিটন। কেন তিনি ভালো করতে পারছেন না বা এই খারাপ দিনে ডানহাতি ব্যাটারের কী করা উচিত ছিল সে বিষয়ে হয়তো সবচেয়ে ভালো বলতে পারবেন সুজনই।

যে কারণে বৃহস্পতিবার শেরে বাংলায় ঢাকা ক্যাপিটালসের অনুশীলনে লিটনকে নিয়ে প্রশ্নের জবাব দিতে হয়েছে সুজনকে। অনেক কথার ভীড়ে লিটনের প্রসঙ্গ উঠতেই কোচ সুজন বলে ওঠেন, লিটনের একটা বিরতি দরকার ছিল।

লিটনকে মানের খেলোয়াড় আখ্যা দিয়ে সুজন বলেন, ‘একটা কথা তো আছেই, ফর্ম জিনিসটা খুবই অস্থায়ী। মান স্থায়ী। লিটন মানের খেলোয়াড়। আমি মনে করি, নিশ্চয়ই ওর (লিটন) একটা বিরতি দরকার ছিল। ও (লিটন) বিরতি নিক।’

বিপিএলে নিশ্চয়ই লিটনের কাছে ভক্তদের প্রত্যাশা থাকে। ৪ দিন পর শুরু হতে যাওয়া বিপিএলে কি ভালো করতে পারবেন ৩০ বছর বয়সী এ ব্যাটার, এমন প্রশ্নও আছে ভক্তদের মনে।

সুজন মনে করেন, লিটনের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে। তিনি বলেন, ‘আমি মনে করি, অবশ্যই ওর (লিটন) সেই সামর্থ্য আছে ঘুরে দাঁড়ানোর। সে এরকম খেলোয়াড়; যে একাই ম্যাচ জেতাতে পারে।’

বিপিএলে লিটনের দিকেই তাকিয়ে সুজন। লিটনকে তার দলের প্রধান ব্যাটিং শক্তি মানছেন তিনি।

সুজনের আশাবাদী উচ্চারণ, ‘আমি বিশ্বাস করি, ওর (লিটন) ভালো সময় এবার আমাদের সঙ্গে হবে। সেভাবে মনে করি ব্যাটিংয়ে সে আমাদের মূল শক্তি। লিটন যদি ঠিকমতো দাঁড়িয়ে যেতে পারে, তাহলে আমাদের ব্যাটিংয়ে যারা তরুণ খেলোয়াড় আছে, ওপরে তামিম-সোহান আছে। মাঝখানে আমাদের বিদেশি যারা আসবে তারাও ভালো খেলোয়াড়। আশা করি, আমাদের ব্যাটিং ইউনিট খুবই শক্তিশালী। আমি মনে করি, লিটনের যত খারাপ সময় আছে সেটা ফেলে এসেছে ওয়েস্ট ইন্ডিজে। এখন ভালো সময় নিয়ে আসবে ইনশাল্লাহ।’

লিটনের পারফরম্যান্স নিয়ে কি হতাশ? এ প্রশ্ন করা হলে সুজন বলেন, ‘লিটন যেভাবে শুরু করেছিল, সেখান থেকে ঠিক হতাশ বলবো না। মন খারাপ লাগে যে এই ক্রিকেটারটা রান করে না। কারণ, লিটন রান করলে দেখতেও ভালো লাগে। দলের জন্য উপকার হয়। লিটনের যেখানে থাকার কথা ছিল, সেখানে হয়তো নেই। এটা সত্যি কথাই। তবে এমন নয় যে লিটনের সোনালী সময় শেষ হয়ে গেছে। হয়তো সেরাটা আসার এখনও বাকি।’

এআরবি/এমএইচ/জেআইএম

Read Entire Article