জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় ইয়ারজান-সাগরিকা-প্রীতি

5 months ago 64

গত বছর ডিসেম্বরে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলার পর আর জাতীয় দলের জার্সি পরা হয়নি নারী ফুটবলারদের। প্রায় ৬ মাস পর মাঠে নামতে যাচ্ছেন সাবিনা-মনিকারা। ৩১ মে ও ৩ জুন রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশশের মেয়েরা দুটি প্রীতি ম্যাচ খেলবে চাইনিজ তাইপের বিপক্ষে। যে দেশটি কাগজ-কলমের শক্তিতে বাংলাদেশের চেয়ে ১০০ ধাপ এগিয়ে।

এ বছরের অক্টোবরে হওয়ার কথা সাফ চ্যাম্পিয়নশিপ। এবার সাবিনাদের সামনে শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের প্রস্তুতি হিসেবেই বাংলাদেশ ম্যাচ খেলতে যাচ্ছে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে।

ফলাফল যাই হোক, এই ম্যাচ দুটি সাফের প্রস্তুতি হিসেবে কাজ দেবে বলে মনে করেন অধিনায়ক সাবিনা খাতুন। তিনি বলেন, ‘আমাদের এখন শক্তিশালী দলের বিপক্ষেই খেলার সময়। আশা করি, সাফের জন্য এই ম্যাচ দুটি ভালো প্রস্তুতি হবে।’

কিছু নতুন মুখ যোগ হয়েছে জাতীয় দলে। ইংলিশ কোচ পিটার বাটলার ২৩ জনের দলে নিয়েছেন অনূর্ধ্ব-১৯ সাফের সেরা খেলোয়াড় ফরোয়ার্ড সাগরিকা, গোলরক্ষক ইয়ারজান বেগম, অনূর্ধ্ব-১৬ দলের মিডফিল্ডার মুনকি আক্তার ও ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতিকে।

ইনজুরির কারণে জাতীয় দল থেকে প্রথমবারের মতো বাদ পড়েছেন মিডফিল্ডার মারিয়া মান্ডা। সদ্য শেষ হওয়া লিগে চোট পেয়েছেন নাসরিন স্পোর্টস একাডেমির এই ফুটবলার। ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠেননি বলে এই দুই ম্যাচেও তাকে রাখা হয়নি।

বাংলাদেশ দল
গোলরক্ষক: রুপনা চাকমা, ইয়ারজান বেগম ও সাথী বিশ্বাস

রক্ষণভাগ: মাসুরা পারভীন, আফঈদা খন্দকার প্রান্তি, শামসুন্নাহার (সিনিয়র), সুরমা জান্নাত, কোয়াতি কিসকু, শিউলি আজিম (সহ-অধিনায়ক), আনাই মগিনি, নিলুফা ইয়াসমিন নিলা

মিডফিল্ডার: মনিকা চাকমা, স্বপ্না রানী, মুনকি আক্তার, সানজিদা আক্তার, সুমাইয়া মাতসুশিমা, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা

ফরোয়ার্ড: সাবিনা খাতুন (অধিনায়ক), শামসুন্নাহার (জুনিয়র), তহুরা খাতুন, সাগরিকা, সুরভী আকন্দ প্রীতি।

আরআই/এমএইচ/এএসএম

Read Entire Article