জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটিতে সোনারগাঁয়ের তুহিন

3 hours ago 4
চব্বিশের গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে দেশের রাজনীতিতে যাত্রা শুরু করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) লাখো তারুণ্যের উপস্থিতিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এ দলের আত্মপ্রকাশ ঘটে। নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করে আত্মপ্রকাশ করে দলটি। আত্মপ্রকাশের পরদিন শনিবার (১ মার্চ) রাতে ২১৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশ করেছে এনসিপি। সেখানে জায়গা পেয়েছেন প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ের সন্তান তুহিন মাহমুদ। দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে জায়গা পেয়েছেন তিনি। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের প্রেমের বাজার জাঙ্গাল গ্রামের মরহুম বদরুজ্জামানের সন্তান তুহিন মাহমুদ। ছোটবেলা থেকেই তুখোড় মেধাবী তুহিন মাহমুদ স্থানীয় নুরানি মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ হন। পরে বন্দর উপজেলার মদনপুরে রিয়াজুল উলুম মাদ্রাসা থেকে ২০১০ সালে বৃত্তিসহ গোল্ডেন জিপিএ-৫ পেয়ে দাখিল (মাধ্যমিক) পাস করেন। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে ২০১২ সালে আলিম পাস করে ২০১৩-১৪ সেশনে ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করে স্কলারশিপ নিয়ে জার্মান, ফ্রান্স, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক ও বেসরকারি সংস্থায় কর্মরত তুহিন মাহমুদ ছাত্রজীবন থেকেই বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এর আগে নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। নতুন দলে কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তুহিন মাহমুদ সব কিছুর জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, দেশের মানুষ অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি পরিবর্তন সূচনা করেছেন। তারা এখন চান তরুণরা এগিয়ে আসুক। দেশ গঠনে কাজ করুক। তারা অতীতে অনেককে দেখেছে, এখন তরুণদেরও দেখতে চায় কতটা পরিবর্তন করতে পারে। দেশকে এগিয়ে নিতে কতটা কাজ করে। ইনশাআল্লাহ আমরাও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাব। একটি দুর্নীতিমুক্ত প্রযুক্তিনির্ভর সমৃদ্ধ দেশ, স্বচ্ছ প্রশাসন ও জবাবদিহিতামূলক রাষ্ট্র কায়েম করতে চাই। সুশাসন প্রতিষ্ঠায় আইনের শাসন ও জনগণের অংশগ্রহণ নিশ্চিতে কাজ করতে চাই। বিশেষভাবে আমার নিজ জন্মস্থান সোনারগাঁয়ের মানুষের অধিকার নিশ্চিত ও উন্নয়নের জন্য নিরলসভাবে ভূমিকা রাখতে চাই।
Read Entire Article