আগুনে পুড়ল ১০ বিঘা পানের বরজ

3 hours ago 4
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ২০ কৃষকের প্রায় ১০ বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়েছে। এতে কৃষকদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরের দিকে উপজেলার ভায়না গ্রামের বাজারপাড়া এলাকার মাঠে লাগানো পানের বরজে এ ঘটনা ঘটে। কৃষক মিঠু হোসেন বলেন, দুপুরে মাঠে গিয়ে দেখি আমার পানের বরজে আগুন জ্বলছে। আমার চিৎকারে স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসে। কিন্তু তার আগেই পুরো মাঠে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই মাঠের প্রায় ১০ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরও বলেন, ধারদেনা করে ও গ্রামের ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে সার ও কীটনাশক কিনে ৪০ শতাংশ জমিতে পানের চাষ করেছিলাম। এতে আমার প্রায় ১/২ লাখ টাকা ব্যয় হয়েছিল। এবার পানের ফলনও ভালো হয়েছিল। এ সপ্তাহে সব পান বিক্রির ভাবনা ছিল। কিন্তু তার আগেই আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেল। এখন মহাজনদের ধারদেনা কীভাবে পরিশোধ করব। স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, পুরো মাঠের পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। কৃষকের মধ্যে এখন হাহাকার বিরাজ করছে। হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্বাস আলী কালবেলাকে বলেন, স্থানীয়দের মাধ্যমে মোবাইল ফোনে আগুনের খবর আসে। আমাদের দুটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ চেষ্টা করে। তবে আমাদের পৌঁছানোর আগেই প্রায় সব পুড়ে শেষ হয়ে যায়।  তিনি আরও বলেন, বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
Read Entire Article