‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে নতুন সমস্যার সৃষ্টি হবে’

1 month ago 28

জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে মানুষের অগ্রাধিকার বদলে যাবে। তাতে অনেক নতুন নতুন সমস্যার সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ফরেন সার্ভিস একাডেমিতে চলা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শরীফ নূরুল আম্বিয়া বলেন, স্থানীয় সরকারের নির্বাচনের ব্যাপারে একটা কথা এখানে এসেছে, সে বিষয়ে আমরা আমাদের কথা বলেছি। দেশে যা রাজনৈতিক সমস্যা, সামনে যে নির্বাচন ও সংস্কার সে বিষয়ে ঐকমত্য খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে মানুষের অগ্রাধিকার বদলে যাবে। তাতে অনেক নতুন নতুন সমস্যার সৃষ্টি হবে।

যারা এ অভ্যুত্থানকে সমর্থন করেছে, নেতৃত্ব দিয়েছে সবার কথা হলো জনগণ যেন অভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকে, অভ্যুত্থানের শক্তি যেন ঐক্যবদ্ধ থাকে এবং ঐক্যবদ্ধভাবে আগামী দিনের কাঙ্ক্ষিত নির্বাচনে অগ্রসর হতে পারি সেটাই হলো একান্ত কাম্য।

তিনি বলেন, ঐকমত্য কমিশন তাদের কথা মতো ১৫ ফেব্রুয়ারি শুরু করার জন্য ধন্যবাদ জানাই। আজকে বড় আলোচনার কিছু নেই। দলগুলো প্রত্যেকেই তাদের লিখিত প্রস্তাবনা দিয়েছে, আমরাও দিয়েছি।

বাংলাদেশ জাসদ সভাপতি বলেন, রাজনৈতিক দলের সবাই আগ্রহ প্রকাশ করেছেন যেন আমাদের জাতীয় ঐক্যটা ঠিক থাকে। গণতন্ত্রের পথে যেন অগ্রসর হতে পারি। প্রত্যেকেই সহযোগিতার কথা বলেছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি, আমরাও সহযোগিতা করব। আমরা খোলামেলা আলোচনা করেছি।

Read Entire Article