জাতীয় পার্টিকে এখনো কেন প্রশ্রয় দেওয়া হচ্ছে, প্রশ্ন লায়ন ফারুকের

1 day ago 7
১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, জাতীয় পার্টি (জাপা) পতিত আওয়ামী ফ্যাসিবাদের অন্যতম দোসর। গত ১৫-১৬ বছর ধরে এই দলটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধক হিসেবে কাজ করেছে। পরিবর্তিত পরিস্থিতিতে সেই জাতীয় পার্টিকে এখনো কেন আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে, সেটাই এখন দেশবাসীর প্রশ্ন।  বুধবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে এ অনুষ্ঠান হয়। লায়ন ফারুক বলেন, জাতীয় পার্টি ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে অনুষ্ঠিত সব বিতর্কিত নির্বাচনেই অংশ নিয়েছে। নজিরবিহীনভাবে তারা যেমন সংসদের বিরোধী দল ছিল, তেমনি অংশ নিয়েছে সরকারের মন্ত্রিসভায়ও। তাই ফ্যাসিবাদী শক্তি হিসেবে জাতীয় পার্টিকে আর ছাড় দেওয়া যাবে না। এই দলটিকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে নির্মুল করতে হবে। এটাই দেশবাসীর চাওয়া। জিএম কাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে এই জি এম কাদেররাই শক্তি যুগিয়েছে। জাতীয় পার্টি যদি নির্বাচনে না যেত, তাহলে ২০১৪ সালেই শেখ হাসিনার পতন হতো। ১২ দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা বলেন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হলেও নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন উপায়ে বাংলাদেশের রাজনীতিতে ঢোকার চেষ্টা করছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের রাজনীতি এই বাংলায় চলবে না।  প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন- সাবেক এমপি নূর আফরোজ জ্যোতি, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম প্রমুখ।
Read Entire Article