জাতীয় পার্টির অফিস ভাঙচুর, মুখ খুললেন রাশেদ খান

8 hours ago 3

শাহবাগে সমাবেশের পর গতকাল গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে নাই বলে দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান। 

শনিবার (০৬ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণঅধিকার পরিষদ নিষিদ্ধের দাবি করার চেষ্টা করেছেন।

তিনি দাবি করেন, জিএম কাদের ও শামীম হায়দারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। এ সময় তিনি বলেন, এই দেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না।

নুরুল হক নুরের চিকিৎসা প্রসঙ্গে রাশেদ খান বলেন, নুর কিছু মনে রাখতে পারছেন না এবং শরীরের ওপর তার নিয়ন্ত্রণ নেই। তিনি আরও জানান, একটি মহল নুরকে বিদেশে পাঠানোর চেষ্টা বন্ধ করতে চাইছে। নুরের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় হঠাৎ একটি মিছিল নিয়ে যাওয়া একদল ব্যক্তি কার্যালয়ে হামলা চালায় এবং নিচতলায় অগ্নিসংযোগ করে।

জাতীয় পার্টির নেতারা অভিযোগ করেছেন, গণঅধিকার পরিষদের মিছিল থেকে এই হামলা চালানো হয়েছে। নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার জেরে এই ঘটনা ঘটেছে বলেও দাবি করছেন তারা। 

এদিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে পৌঁছান মির্জা আব্বাস। এরপর নুরুল হক নুরের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন তিনি।

হাসপাতালে গিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাস কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার চিকিৎসার বিস্তারিত সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন।

এ সময় মির্জা আব্বাস বলেন, নুর অত্যন্ত সাহসী এক তরুণ নেতা। তার ওপর নৃশংস হামলা চালানো হয়েছে, তবে আমরা আশাবাদী তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। দেশের মানুষ তার পাশে রয়েছে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তিনি শিগগিরই আগের মতো শক্তভাবে ফিরে দাঁড়াবেন।

Read Entire Article