জাতীয় পার্টির দিনাজপুর জেলা সভাপতির পদত্যাগ

2 months ago 8

দিনাজপুর জেলা জাতীয় পার্টির সভাপতি থেকে পদত্যাগ করেছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন। সোমবার (৭ জুলাই) বিভিন্ন গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

দেলোয়ার হোসেন জাতীয় পার্টির জেলা সভাপতি ছাড়াও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।

পদত্যাগপত্রে উল্লেখ করেন, দলীয় কোন্দলের কারণে ২০২৪ সালের সংসদ নির্বাচনের আগে মৌখিকভাবে জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সদস্যদের সামনে জাতীয় পার্টি না করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলাম। সেই থেকে জাতীয় পার্টির সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি। আর আজ (সোমবার) থেকে জাতীয় পার্টির প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে পদত্যাগ করলাম।

এ বিষয়ে জানতে চাইলে সত্যতা নিশ্চিত করে দেলোয়ার হোসেন বলেন, ‘আমি আর জাতীয় পার্টি করছি না। সব পদ থেকে অব্যাহতি নিয়েছি।’

এমদাদুল হক মিলন/আরএইচ/জেআইএম

Read Entire Article