জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আইসিটি দক্ষতা বাড়াতে এটুআইয়ের সঙ্গে চুক্তি

2 months ago 6
তথ্যপ্রযুক্তি নির্ভর দক্ষতা উন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় ও অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে।  শনিবার (২৪ মে) বিকালে ৩টায় রাজধানীর আগারগাঁও আইসিটি ভবনের সভাকক্ষে এক অনুষ্ঠানে এ চুক্তি সই করা হয়। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. এস এম আমানুল্লাহ এবং এটুআই-এর পক্ষে যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক মো. রশিদুল মান্নাফ কবীর চুক্তিতে সই করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমঝোতা স্মারকের মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিগত দক্ষতা, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সফট স্কিল ও উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী প্রশিক্ষণ ও চাহিদাভিত্তিক কারিকুলাম তৈরির উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে এমন একটি কারিকুলাম প্রণয়ন করতে হবে, যা আইসিটি চাহিদা পূরণে সক্ষম এবং উদ্যোক্তা তৈরিতে সহায়ক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম আমানুল্লাহ বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ উচ্চশিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন পড়াশোনা করে। এই বিশাল জনগোষ্ঠীকে চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী করতে হলে তথ্যপ্রযুক্তি জ্ঞানে দক্ষ করে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান, প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক এবং এটুআই কর্মকর্তারা।
Read Entire Article