জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠানস্থল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশের জন্য ভিড় জমিয়েছেন জুলাই যোদ্ধারা। তারা প্রবেশ করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন।
গেটে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর সদস্যরা। প্রবেশ করতে না পেরে তারা সংসদ ভবনের ১২ নম্বর গেটের সামনে অবস্থান করছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ১১টা থেকে ১২টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সামনে ১২ নম্বর গেটে ঘুরে এমন চিত্র দেখা গেছে।
জুলাই যোদ্ধারা বলেন, জুলাই সনদে আমাদেরকে গুরুত্ব দেওয়া হয়নি। আমরা এত ত্যাগের মাধ্যমে দেশটাকে নতুন করে স্বাধীন করলাম অথচ আমাদের কোনো মূল্যায়নই নেই। আমাদের আইনগত সুরক্ষা নিশ্চিত করেই এই সনদ স্বাক্ষর করতে হবে।
আহত জুলাই যোদ্ধা জিহাদ হাসান বলেন, সনদের ৫ ধারায় জুলাইয়ে গণঅভ্যুত্থানের সব হত্যাকাণ্ড লেখছে, কিন্তু সব হত্যাকাণ্ড বলতে কী বুঝিয়েছে, দুই পক্ষেরই তো আছে। আর শহীদ পরিবারদের সহায়তা ও নিরাপত্তা এখানে আহতদেরও যুক্ত করতে হবে। লাইনে ঘাটতি আছে। এসব জায়গায় পরিবর্তন চাই।
আরও পড়ুন:
জুলাই সনদ সই আজ, রাজনৈতিক দলগুলোর মতানৈক্য কাটেনি
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে কী বলছেন আইনজীবীরা?
তিনি আরও বলেন, আমরা কমিশনকে তাদের আপত্তির কথা জানিয়েছি। কিন্তু এখন পরিবর্তন সম্ভব না বলে তাদের জানানো হয়েছে। তাই তারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও বিষয়টি তুলেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এটা সরকারের কাছে তুলে ধরে পরিবর্তন করার কথা বলবেন বলে জানিয়েছেন। তবে পরিবর্তন না হলে অবস্থান চালিয়ে যাবেন।
এই জুলাই যোদ্ধা আরও বলেন, অনুষ্ঠানস্থলে আমাদের এত জোরাজুরি করে ঢুকতে হবে কেন। আমাদের কি ইনভাইট করা উচিত ছিল না? ড. ইউনূস কি আমাদের রক্তের ওপরে না? তিনি বিভিন্ন জায়গা থেকে ইনভাইট করতে পারে, সে ১৫/২০ হাজার চেয়ার দিতে পারতো না?'
এসময় তারা ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিতে থাকে। এদিকেম ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
এনএস/এসএনআর/জেআইএম