জানসেনের রেকর্ড পারফরম্যান্সে প্রোটিয়াদের বড় জয়

2 months ago 45

মার্কো জানসেনের অসাধারণ বোলিং পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ২৩৩ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। ডারবানে এই জয়টি শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম জয়। এই সাফল্য তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাকা করার পথে অনুপ্রেরণা জোগাবে।

শনিবার (৩০ নভেম্বর) চতুর্থ দিনের বিকালে মাত্র অর্ধেক সেশনে শ্রীলঙ্কার বাকি চার উইকেট তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ম্যাচের শেষ দুই উইকেট তুলে নিয়ে জানসেন টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ১০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। তিনি ১১ উইকেট নিয়ে ম্যাচ শেষ করেন, যা দক্ষিণ আফ্রিকার নিষেধাজ্ঞার পর ক্রিকেটে পুনঃপ্রবেশের পর কোনো বাঁহাতি পেসারের সেরা বোলিং পারফরম্যান্স। এর আগে ১৯৯৩ সালে কলম্বোতে ব্রেট শুল্টজের ৯/১০৬ ছিল সর্বোচ্চ।

ম্যাচের শেষ মুহূর্তে, জানসেন তার নতুন স্পেলে চতুর্থ বলেই কুশল মেন্ডিসকে আউট করেন। তার শর্ট ডেলিভারিটি মেন্ডিসকে পেছনে ক্যাচ দিতে বাধ্য করে। এরপর আসিথা ফার্নান্দোকে ড্রামাটিক ফ্যাশনে বোল্ড করে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন তিনি।

এদিন সকালে, ধনঞ্জয়া ডি সিলভা ও দিনেশ চান্দিমাল লড়াই চালিয়ে লাঞ্চ পর্যন্ত শ্রীলঙ্কার স্কোরকে ২২০/৭-এ নিয়ে যান। এই সময়ে তারা ১১৭ রান যোগ করেন। ডি সিলভা ও চান্দিমাল ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন এবং তাদের ৯৫ রানের জুটি লাঞ্চের কিছুক্ষণ আগে ভেঙে যায়।

কেশব মহারাজের বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে ডি সিলভা আউট হন। তবে, পুরো সেশন জুড়ে কাগিসো রাবাদা শ্রীলঙ্কার ব্যাটারদের বিপাকে ফেললেও কোনো উইকেট নিতে পারেননি।

দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়, যেখানে অধিনায়ক টেম্বা বাভুমা করেন ৭০ রান। পরের ইনিংসে তারা ডিক্লেয়ার করে ৩৬৬/৫-এ। ট্রিস্টান স্টাবস (১২২) ও বাভুমা (১১৩) ছিলেন দক্ষিণ আফ্রিকার ইনিংসের প্রধান স্থপতি। জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে মাত্র ৪২ রানে গুটিয়ে যায়, যেখানে জানসেন ৭/১৩ নিয়ে বিধ্বংসী বোলিং করেন।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ১৯১ (বাভুমা ৭০; আসিথা ৩/৪৪) এবং ৩৬৬/৫ ডি (স্টাবস ১২২, বাভুমা ১১৩)

শ্রীলঙ্কা: ৪২ (জানসেন ৭/১৩) এবং ২৮২ (চান্দিমাল ৮৩, ডি সিলভা ৫৯; জানসেন ৪/৭৩, রাবাদা ২/৬৫)।

ফল: দক্ষিণ আফ্রিকা ২৩৩ রানে জয়ী।

Read Entire Article