আইফোন ১৭ নিয়ে উন্মাদনার শেষ নেই। অনেকদিন থেকেই আইফোন ১৭-এর দাম, লুক, ডিজাইন, ফিচার নিয়ে চলছে কানাঘুসা। অনেকভাবেই জানা গেছে এর সম্পর্কে। এবার জানা গেলো কবে বাজারে আসছে আইফোন ১৭।
অ্যাপল টিভি অ্যাপে এই সিরিজের লঞ্চ ডেট প্রকাশ্যে এসে গিয়েছে। তবে তা ভুলবশত তারা আপলোড করে ফেলেছে। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, ওই অ্যাপে দুর্ঘটনাবশত প্রকাশিত একটি পোস্টেই ইঙ্গিত দেওয়া হয়েছে যে, অ্যাপলের ২০২৫ হার্ডওয়্যার ইভেন্ট অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে।
এক্স প্ল্যাটফর্মে অ্যাপল লিকার নামে এক টিপস্টার এর একটি স্ক্রিনশট ভাগ করে নিয়েছএ। তাতে অ্যাপলের উজ্জ্বল লোগো এবং একটি পার্পল থিমড ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। অ্যাপলের পূর্ববতী ম্যাকবুক এয়ার ওয়ালপেপারের মতোই ছিল এর ভিজ্যুয়ালটি।
তবে পোস্টটি ভুলবশত হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই মুছে দেওয়া হয়েছে। কিন্তু ভুলবশত করে ফেলা এই পোস্টটি লঞ্চের দিনক্ষণ নিয়ে ভক্ত এবং টেক ইন্ডাস্ট্রির মধ্যে প্রত্যাশা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আপাতত এটাই মনে করা হচ্ছে যে, চলতি মাস অর্থাৎ অগাস্টের শেষের দিকেই এই সংক্রান্ত বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করবে অ্যাপল।
সেপ্টেম্বর ২০২৫-এর অ্যাপলের এই ইভেন্টটি অত্যন্ত বিশেষ হতে চলেছে। ইভেন্টে লঞ্চ করা হতে পারে আইফোন ১৭ সিরিজ, যেখানে থাকবে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের পাশাপাশি আইফোন ১৭ এয়ার (অথবা স্লিম) স্ট্যান্ডার্ড। আইফোন ১৭ সিরিজের সঙ্গে এই ইভেন্টে নতুন অ্যাপল ওয়াচ মডেল এবং আপগ্রেডেড এয়ারপডস আসবে বাজারে।
অ্যাপলের নতুন এই সিরিজের সব মডেলেই থাকবে পরবর্তী প্রজন্ম বা নেক্সট জেনারেশন এ১৯ চিপসেট। যা আরও জোরদার পারফরম্যান্স এবং এফিশিয়েন্সি প্রদান করার অঙ্গীকার করেছে। এর পাশাপাশি আইওএস ২৬ আপডেটও লঞ্চ হওয়ার কথা রয়েছে। এতে আরও অনেক এআই-চালিত ফিচার থাকতে চলেছে। আরও আকর্ষণীয় হতে চলেছে আইফোন ১৭ এয়ার। এটিই হতে যাচ্ছে সবচেয়ে পাতলা আইফোন।
আরও পড়ুন
সূত্র: ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস
কেএসকে/এমএস