জানালার ওপার থেকে ঈদের শুভেচ্ছা জানালেন সালমান

2 days ago 15

বুলেট প্রুফ গ্লাসের ওপার থেকে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন বলিউড ভাইজান সালমান খান। যার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। খবর : টাইমস অব ইন্ডিয়া

আজ সোমবার (৩১ মার্চ) সালমানের বান্দ্রার বাড়ির সামনে সকাল থেকেই ভক্তদের উপচেপড়া ভিড় দেখা যায়। যা মুম্বাই পুলিশ নানাভাবে সামলানোর চেষ্টা করেন। এরপরই দেন বলিউড ভাইজান। তবে বাড়ির বাইরে আসেননি তিনি। বুলেট প্রুফ কাচের দেওয়ালের সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন সালমান। এসময় তার সঙ্গে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সালমান খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকান্দার’। ৩০ মার্চ বিশ্বের সাড়ে ৫ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনে ৩০ কোটি রুপি আয় করেছেন সিনেমাটি।

এ আর মুরুগাদোস নির্মিত সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। এতে তার বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। 
 

Read Entire Article