জানিনা এত বিদেশি কোচ রেখে কী হচ্ছে আমাদের: ইমরান

3 months ago 60

ভক্ত-সমর্থক সবার ধারণা, ব্যাটিংটাই টিম বাংলাদেশের সবচেয়ে দুর্বলতা। কিন্তু দেশের সবচেয়ে বয়োজেষ্ঠ কোচ সারোয়ার ইমরান তা মনে করেন না। ইমরানের মতে শুধু ব্যাটিং নয়, ফিল্ডিংয়েও প্রচুর দুর্বলতা টাইগারদের।

জাতীয় দলের এ সাবেক কোচ আক্ষেপ করে বলেন, ‘জানিনা এত বিদেশি কোচ রেখে কী হচ্ছে আমাদের! ব্যাটিং আর ফিল্ডিংয়ের তো একদম যাচ্ছেতাই অবস্থা। বিশেষ করে টপ অর্ডারে কেউ রান করতে পারছে না। ফিল্ডিং ব্যাকআপও খুব খারাপ। ফিল্ডাররা দুটি ক্যাচ উঠলে একটি ফেলে দিচ্ছে। চপলতা, ক্ষিপ্রতাও চোখে পড়ছে না।’

লিটন দাস, সৌম্য সরকার আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পাশাপাশি সাকিব আল হাসানের ব্যাটিং নিয়ে মোটেই সন্তুষ্ট নন সারোয়ার ইমরান। তার ব্যাখ্যা, ‘সৌম্য, লিটন, শান্ত আর সাকিব-চার মেইন ব্যাটারই খারাপ খেলছে। কারো ব্যাটেই রান নেই। কেউ হাত খুলে খেলতে পারছে না। দীর্ঘ ইনিংসও বেরিয়ে আসছে না কারো ব্যাট থেকে। ওপরের দিকের চারজনের অবস্থা যদি এমন হয়, তাহলে ব্যাটিং ভালো হবে কী করে? একমাত্র মাহমুদউল্লাহ রিয়াদই ভালো খেলছে।’

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টপঅর্ডার ব্যাটারদের অ্যাপ্রোচ দেখে ভীষণ চটেছেন ইমরান। তার মনে হয়েছে অর্শদিপ সিং, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও হার্দিক পান্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের ওপেনার ও টপঅর্ডার ব্যাটসম্যানরা রীতিমত ভয়ে ভয়ে খেলেছেন। সবার মাঝেই আড়ষ্টতা ছিল প্রচুর।

সারোয়ার ইমরান বলেন, ‘আমরা তো ভীতু। ভারতের বিপক্ষে গা গরমের ম্যাচে দেখলাম ওপরের দিকে নতুন বলে এমনকি পাওয়ার প্লেতেও কেউ মেরে খেললো না। খেলার চেষ্টাও করলো না। দেখে মনে হলো ভারতীয় ফাস্টবোলারদের মারার সাহস নেই আমাদের টপঅর্ডার ব্যাটারদের। ওপরের দিকে কেউ হাত খুলে মারার সাহসই করলো না, আমি দেখে অবাক!’

‘মাহমুদউল্লাহ নিচের দিকে খেললো। কিন্তু ওপরের দিকে কেউ কোনো ঝুঁকিই নিলো না। সাহস করে আক্রমণাত্মক শটস খেলতে চেষ্টাও করলো না। টি- টোয়েন্টি ফরম্যাটের পাওয়ার প্লেতে এমন নেতিবাচক ও রক্ষণাত্মক অ্যাপ্রোচ, ভাবা যায়!’

ব্যাটিং দুর্বলতার পাশাপাশি বোলিং বিশেষ করে পেস বোলিং নিয়েও অসন্তোষ কোচ ইমরানের। বোলিংয়ের মূল্যায়ন করতে গিয়ে কোচ ইমরানের উপলব্ধি, ‘পেস বোলারদের নিয়ে যতটা উচ্চবাচ্য করা হয়, ততটা উন্নতি হয়নি। কিছু ডেভেলপ হয়েছে। কিন্তু প্রত্যাশিত ও কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। ভারতের সাথে ম্যাচে দেখলাম আমাদের বোলিং। আমি তো কোনো তুলনা করার মত কিছু খুঁজে পেলাম না।’

ইমরানের অনুভব, ভারতের পেসারদের বল অনেক বেশি সুইং করেছে। সেখানে বাংলাদেশের কোনো পেসারের বলই ম্যুভ করেনি। তিনি বলেন, ‘ভারতীয় পেসাররা এক ফুট, সোয়া ফুট সুইং করিয়েছেন। আর আমাদের কারো বল এক ইঞ্চিও সুইং করলো না। ভারতীয় বোলাররা ভর দুপুরে সুইং করালো আর আমরা সকালের উইকেটেও এতটুকু মুভমেন্ট পেলাম না। আমাদের ৩ পেসারের কারো বল এতটুকু সুইং করলো না। এমনি জোরে জোরে বল করলো।’

কোচ সারোয়ার ইমরান বাঁহাতি পেসার শরিফুল ইসলামের বোলিং দেখেও খুশি হতে পারেননি। শরিফুল সম্পর্কে তার ভাষ্য, ‘শরিফুলকে নিয়ে অনেক কথা শুনি। কই, আমি তো বিশেষ কিছু দেখলাম না! যে উইকেটে ভারতের বাঁহাতি অর্শদিপ সিংয়ের বল এক থেকে দেড়ফুট সুইং করলো, সেখানে আমি তো শরিফুলের বলে কোনই মুভমেন্ট দেখলাম না। পেস বোলারের বল যদি সুইংই না করলো, তাহলে গতি দিয়ে কী হবে?’

এআরবি/এমএমআর

Read Entire Article