জানুয়ারিতে হবে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

2 months ago 35

নতুন বছরের ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ রেইনবো চলচ্চিত্র সংসদ।

জানা যায়, এবারের ২৩তম উৎসবের জন্য বিভিন্ন বিভাগের কয়েকটি ছবি চূড়ান্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ প্যানোরমা বিভাগে এখন পর্যন্ত ৮টি ছবি চূড়ান্ত করা হয়েছে। এগুলো হলো কুসুম সিকদারের ‘শরতের জবা’, মেহেদী রনির ‘এখানে নোঙর’, ধ্রুব হাসানের ‘ফাতিমা’, নিয়ামুল হাসান মুক্তার ‘রক্ত জবা’, ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’, তানভীর মুহাম্মদের ‘বাতাসের ফেনা’, বিপ্লব সরকারের ‘আগন্তুক’ ও তৌফিক এলাহির ‘নীলপদ্ম’। এ ছাড়া দেশের প্রায় ৪০টি স্বল্পদৈর্ঘ্য ছবিও প্রদর্শিত হবে উৎসবে।

এশিয়ান কম্পিটিশন বিভাগে রয়েছে ‘ড্রিমিং অ্যান্ড ডায়িং’ (ইন্দোনেশিয়া-সিঙ্গাপুর), ‘হোয়েন দ্য ওয়ালনাট লিভস টার্ন ইয়েলো’ (তুরস্ক), ‘ডিল অ্যাট দ্য বর্ডার’ (কিরগিস্তান) ইত্যাদি।

স্পিরিচুয়াল বিভাগে নির্বাচিত হয়েছে ‘কালাচক্র’ (রাশিয়া), ‘রেইজ মি আ মেমোরি’ (এস্তোনিয়া), ‘মন্টে ক্লারজিও’ (পর্তুগাল), ‘আওয়ার মেমোরিজ’ (ফ্রান্স), ‘আওয়ার মাদার’ (ইতালি) ইত্যাদি।

এ ছাড়াও সৃজিত মুখার্জি পরিচালিত চঞ্চল চৌধুরী অভিনীত ‘পদাতিক’ ছবিটি অংশ নেবে মূল প্রতিযোগিতা বিভাগে।

এবারও ভেন্যু হিসেবে জাতীয় জাদুঘরের পাশাপাশি থাকছে শিল্পকলা একাডেমি, রাশিয়ান সাংস্কৃতিককেন্দ্র ও আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন।

এমআই/এলএ/জিকেএস

Read Entire Article