মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি গ্রামে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন এবং আরও ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) স্থানীয় উদ্ধারকর্মী ও একটি সশস্ত্র গোষ্ঠী ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছে।
প্রসঙ্গত, রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) দীর্ঘদিন ধরে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। ২০২২ সালে তারা রাজ্যের বেশিরভাগ অঞ্চল দখল করে নিয়েছে এবং রাখাইনের রাজধানী সিত্তে থেকে অন্যান্য অঞ্চল বিচ্ছিন্ন করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটে সেনাবাহিনী রাখাইনের রামরি দ্বীপের কিয়াউক নি মাউ শহরে বিমান হামলা চালায়। হামলার ফলে ৫০০-এরও বেশি বাড়িঘর পুড়ে যায় এবং ৪০ বেসামরিক মানুষ নিহত হন। এ ছাড়া, এখন পর্যন্ত প্রাপ্ত খবরের ভিত্তিতে ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
নিরাপত্তাজনিত কারণে উদ্ধারকর্মীরা তাদের চিকিৎসা সহায়তা পৌঁছাতে পারছেন না। তারা জানান, যানবাহনের অভাব এবং প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী না থাকার কারণে সাহায্য পাঠানো কঠিন হয়ে পড়েছে।
এদিকে, মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা ও কামানের গোলা ব্যবহারের অভিযোগ উঠেছে এবং দেশটির বেশ কয়েকটি এলাকা ইতোমধ্যে তাদের হাতছাড়া হয়ে গেছে।
জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারের চলমান সংঘাতে গত বছর ৩৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং চলতি বছরে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।