জান্তার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত মিয়ানমারের বিদ্রোহীরা

1 hour ago 2

মিয়ানমারের জান্তার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটির একটি বিদ্রোহী গোষ্ঠী। চীনের সীমান্তবর্তী এলাকার এ বিদ্রোহীরা বছরের বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে আসছে। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, জান্তার লড়াইরত শক্তিশালী বিদ্রোহী জোটের অংশ তান ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) আলোচনায় বসার আগ্রহ দেখিয়েছে। তারা চীনের সীমান্তবর্তী এলাকায় জান্তার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে। 

সোমবার গোষ্ঠীটি এ আলোচনায় বসার কথা জানিয়েছে। প্রতিবেশী দেশ চীনের পক্ষ থেকে অব্যাহতভাবে বিদ্রোহীদের চাপের মধ্যে এ ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। তারা দীর্ঘদিন ধরে আলোচনার জন্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে। 
 

২০২১ সালে অং সান সুচির সরকারকে ক্ষমতাচ্যুত করে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে জান্তা। এরপর থেকে দেশটিতে অস্থিতিশীলতা শুরু হয়েছে। প্রথমে প্রতিরোধ আন্দোলন শুরু হলেও পরবর্তীতে তা একাধিক ফ্রন্টে সশস্ত্র  বিদ্রোহীদের মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

টেলিগ্রামে এক ‍বিবৃতিতে টিএনএলএ জানিয়েছে, তারা উত্তরাঞ্চলীয় শান রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলা বন্ধ চায়। এছাড়া গোষ্ঠীটি আলোচনায় বসতে আগ্রহ ও চীনের মধ্যস্থতা প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে। 

টিএলএনএর মুখপাত্র লওয়ে ইয়াই ও বলেন, আমাদের বেসামরিক নাগরিকরা বিমান হামলা এবং অন্যান্য অসুবিধায় ভুগছে। সুতরাং, আমাদের একটি উপায় খুঁজে বের করতে হবে।

মিয়ানমারে অপারেশন ১০২৭ নামে অভিযান শুরু করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলো। এ অভিযানের অন্যতম অংশ হলো টিএনএলএ। গোষ্ঠীগুলোর এ হামলা জান্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তাদের হামলার ফলে বেশ কয়েকটি শহর ও সামরিক পোস্টের নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা বাহিনী। 

তবে জোটের অন্য সদস্য আরাকান আর্মি এবং মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তারা মন্তব্য করতে রাজি হয়নি। 
 

Read Entire Article