জান্নাতুলের মৃত্যু, ভোট গণনা কক্ষে কান্নায় ভেঙে পড়েন সহকর্মীরা

8 hours ago 5

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে জান্নাতুল ফেরদৌস মৌমিতা নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও নির্বাচনের পোলিং অফিসারের দায়িত্বপালন করছিলেন। তার মৃত্যুর খবরে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ভোট গণনার কক্ষে নির্বাচনে দায়িত্বরত পোলিং কর্মকর্তার অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

উপস্থিত সবার উদ্দেশে নির্বাচন কমিশনার রেজওয়ানা করিম বলেন, ‘এমন পরিস্থিতিতে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, উনার (জান্নাতুল) জন্য দোয়া করবেন। এই মুহূর্তে আমরা যেহেতু একটা কাজের মধ্যে আছি, আমরা চাইলেও তা অসম্পূর্ণ রাখতে পারছি না। আমাদের এই কাজটাও চালিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রীতিলতা হলে ভোট গণনার কাজে দায়িত্বরত ছিলেন জান্নাতুল ফেরদৌস। সেটির ভোট গণনার প্রক্রিয়া দ্রুত শেষ করার ব্যবস্থা করা হচ্ছে।’

এর আগে শুক্রবার সকালে ওই শিক্ষিকার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকের বরাত দিয়ে কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন আর্কিওলজি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসাইন। তিনি বলেন, ‘সকালে দায়িত্ব পালনের জন্য জান্নাতুল ফেরদৌস জাকসু নির্বাচন কমিশন কার্যালয় যান। কিন্তু কার্যালয়ে প্রবেশের সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে আমরা তাকে গাড়িতে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক জানান হাসপাতালে আনার আগে তিনি মারা গেছেন।’

Read Entire Article