জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি

2 months ago 33

রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটিতে কয়েক ঘণ্টার মধ্যে বেশ কয়েকটি কুকুর ও একটি বিড়ালের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রাণিগুলোকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) অল্পসময়ের ব্যবধানে সাতটি কুকুর ও একটি বিড়ালের মৃত্যুর অভিযোগের পর গভীর রাত পর্যন্ত সেখানে বিক্ষোভ হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) এ নিয়ে উত্তেজনাকে কেন্দ্র করে জাপান গার্ডেন সিটির প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। শুধু বের হওয়ার মূল গেট খোলা রেখে যাওয়া আসার ব্যবস্থা করা হয়েছে।

বিষয়টি এতটাই আলোচনা তৈরি করেছে যে ঢাকা সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ শনিবার দুপুরে জাপান গার্ডেন সিটিতে লোক পাঠায়। তারা ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নেতাদের পাশাপাশি কুকুর প্রেমীদের সঙ্গেও কথা বলেন।

এ ঘটনায় আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বাংলাদেশের সমন্বয়ক অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এছাড়া অভিনেত্রী জয়া আহসান, জ্যোতিকা জ্যোতিসহ অনেকেই নিন্দা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দীন বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে জাপান গার্ডেন সিটিতে দু’পক্ষের মধ্যে বেশ উত্তেজনা হয়েছিল। রাত ২টা পর্যন্ত চলা এ উত্তেজনা থামাতে পুলিশ গিয়ে তাদের সঙ্গে কথা বলে। শনিবার বিকেল ৪টার দিকে জাপান গার্ডেন সিটির প্রধান ফটকে অবস্থান নেয় ‘অভয়ারণ্য বাংলাদেশ প্রাণী কল্যাণ ফাউন্ডেশন’ নামে একটি সংগঠনের স্বেচ্ছাসেবীরা। এ সময় জাপান গার্ডেন সিটি থেকে কেউ ঢুকতে বা বের হতে পারেননি।

থানায় জিডি, মামলার প্রস্তুতি
বিষ প্রয়োগের ফলে বিড়াল ও কুকুরগুলো রক্ত বমি করে যন্ত্রণা পেয়ে মারা গেছে বলে অভিযোগ এনে আদাবর থাকায় সাধারণ ডায়েরি করেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।

তিনি বলেন, এলাকাবাসী ও প্রাণি অধিকারকর্মীরা থানায় যোগাযোগ করলে একজন উপপরিদর্শক (এসআই) ঘটনাস্থলে আসেন। তার উপস্থিতিতে তিনটি কুকুর ও এটি বিড়ালের মরদেহ পাওয়া যায়। বাকি মরদেহগুলো লুকিয়ে ফেলা হয় বলে অভিযোগ নওশাবার।

যা বলছে পুলিশ
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, কুকুর মৃত্যুর ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তাদের অভিযোগ নিয়ে কাজ করা হচ্ছে। সেইসঙ্গে তাদের আদালতে অভিযোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, আমরা বলে দিয়েছি কুকুরকে কোনোভাবেই নিধন করা যাবে না। বহিরাগত কুকুর যেন না ঢুকে সে ব্যাপারেও মালিক সমিতিকে বলে দেওয়া হয়েছে।

সিটি করপোরেশনের বক্তব্য
ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা এমদাদুল হক বলেন, দুপক্ষের সঙ্গেই আমাদের কথা হয়েছে। এসব কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যমান আইনানুযায়ী কুকুর নিধন করা যায় না জানিয়ে তিনি বলেন, তবে সিটি করপোরেশন ভ্যাকসিনের ব্যবস্থা করতে পারে।

জাপান গার্ডেন সিটিতে কুকুর-বিড়াল হত্যা, ক্ষুব্ধ জয়া-সালমান
এ ঘটনার নিন্দা প্রকাশ করে সামাজিক মাধ্যমে জয়া আহসান লিখেছেন, ‘ক্ষুধার্ত কুকুরকে খাবার সেধে খাওয়ালো বিষ- ছয় কুকুর ও এক বিড়ালকে বিষ প্রয়োগে মেরে ফেলেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন। প্রায় ৫ বছর ধরে এটি তারা চেয়েছিল। পারেনি স্থানীয় প্রাণি-প্রেমীসহ বিভিন্ন প্রাণিকল্যাণ সংস্থার প্রতিবাদে। আজ ঘটনা ঘটিয়ে দিল তারা।’

এদিকে সালমান মুক্তাদিরও রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন এমন কর্মকাণ্ডে। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের সঙ্গে এসব কি ঘটছে! আমাদের আত্মা বলতে কিছু নেই, অনুভূতি নেই। মানুষ নিজেই জানোয়ার। পশু-পাখিদের জানোয়ার ডাকার কোনো পয়েন্ট নেই এখন আর। আমরা জানোয়ার হয়ে গেছি। প্রাণি হওয়ার জন্য প্রাণের প্রতি মায়া থাকতেই হবে। আল্লাহর গজব পড়ুক তোদের ওপর। তোরাও যখন মরবি, প্রতিটা নিশ্বাসে যেন তোদের এটা মনে করিয়ে দেয়। আমি আশা করি, তোরাও এভাবে ভুগবি।’

আলোচিত তারকা জ্যোতিকা জ্যোতিও এ নিয়ে ক্ষুব্ধ। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘মানুষ এতটা অমানুষ কীভাবে হয়? এতটা বিবেকহীন? জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন ছয়টি কুকুর আর একটি বিড়ালকে খাবারের সঙ্গে বিষ দিয়ে মেরে ফেলেছে। আরও আগে থেকেই তারা এটি করতে চেয়েছিল, পারেনি। এবার করেই ফেললো।’

টিটি/এমএএইচ/জেআইএম

Read Entire Article