জাপান-দক্ষিণ কোরিয়াসহ ৬ দেশের পণ্যে নতুন করে শুল্ক বসালেন ট্রাম্প

1 month ago 6

জাপান ও দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া মালয়েশিয়া, কাজাখস্তান, দক্ষিণ আফ্রিকা, লাওস ও মিয়ানমারের পণ্যেও নতুন শুল্ক হার কার্যকর হচ্ছে আগামী ১ আগস্ট থেকে।

সোমবার (৭ জুলাই) ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এসব দেশের নেতাদের উদ্দেশ্যে লেখা চিঠি প্রকাশ করে নতুন শুল্কের ঘোষণা দেন। চিঠিতে তিনি সরাসরি হুঁশিয়ারি দেন— কোনো দেশ পাল্টা শুল্ক আরোপ করলে তারা যে পরিমাণ বাড়াবে, সেটি ২৫ শতাংশের সঙ্গে যোগ করে আরও বাড়তি শুল্ক বসানো হবে।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংকে লেখা চিঠিতে ট্রাম্প বলেন,
আপনারা যদি নিজেদের শুল্ক বাড়ান, তবে আপনারা যত শতাংশ বাড়াবেন, সেটাই আমাদের ২৫ শতাংশের সঙ্গে যোগ হবে।

কোন দেশ থেকে কোন পণ্যে কত শুল্ক?

ট্রাম্পের নতুন ঘোষণা অনুযায়ী, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫ শতাংশ, মালয়েশিয়ার ২৫ শতাংশ, কাজাখস্তান ২৫ শতাংশ, দক্ষিণ আফ্রিকা ৩০ শতাংশ, লাওস ও মিয়ানমারের পণ্যে ৪০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র।

এছাড়া গাড়ির ক্ষেত্রে আলাদা করে ২৫ শতাংশ এবং স্টিল ও অ্যালুমিনিয়ামে ৫০ শতাংশ শুল্ক যোগ হবে।

ট্রাম্পের মতে, এই শুল্ক হার তুলনামূলকভাবে ‘সহনীয়’।

সূত্র: এপি, ইউএনবি
কেএএ/

Read Entire Article