জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

7 hours ago 5

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে পানিতে ডুবে আবু সুফিয়ান (২৬) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়।

নিখোঁজ আবু সুফিয়ান গোলাপগঞ্জের শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে। আবু সুফিয়ান পেশায় একজন কম্পিউটার মেকানিক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু সুফিয়ানসহ আটজন মিলে সকালে জাফলংয়ে বেড়াতে যায়। বিকেলের দিকে তারা সবাই নদীর পানিতে সাঁতার কাটতে পানিতে নামলে, স্রোতের পানিতে তারা তলিয়ে যায়। এ সময় বাকি সাতজন সাঁতার কেটে তীরে উঠলেও স্রোতের টানে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন আবু সুফিয়ান। 

তার সঙ্গে থাকা রাসেল আহমদ জানান, তারা আটজন মিলে সকালে জাফলংয়ে বেড়াতে যান। বিকেলের দিকে তারা পানিতে নামলে বাকিরা পাড়ে উঠলেও স্রোতের টানে পানিতে তলিয়ে যান সুফিয়ান।

খবর পেয়ে স্থানীয় টুরিস্ট পুলিশ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালায়। এ প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা পর্যন্ত নিখোঁজের কোনো সন্ধান পাননি তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম কালবেলাকে বলেন, জাফলংয়ে গোসলে নেমে পানিতে ডুবে আবু সুফিয়ান নামে এক পর্যটক নিখোঁজ রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও ডুবুরির সমন্বয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে।

Read Entire Article