জাফলংয়ে বালুর সাইট দখল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২০

6 hours ago 15

সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলন ও সাইট দখলকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। 

রোববার (৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএভুক্ত এলাকার জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় কামাল হোসেন মেম্বার ও লাখের পার গ্রামের আব্দুল হেকিম দু’গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলার ২ নম্বর পশ্চিম জাফলং ইউপির ৪নং ওয়ার্ড সদস্য কামাল হোসেন কালবেলাকে বলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহআলম স্বপন ও সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য শাহ পরানের নিযুক্ত ক্যাডার বাহিনীর সদস্য লাখের পার গ্রামের হেকিম মিয়া ও মোহাম্মদপুরের সুমন শিকদারসহ অর্ধশত লোকজন দিনেরাতে জাফলং জিরো পয়েন্ট থেকে ট্রাক ভর্তি করে বালু-পাথর নিচ্ছেন। এ ব্যাপারে বারবার প্রতিবাদ করে আসছি। রাতে লোকজন নিয়ে প্রতিবাদ করতে গেলে হেকিম ও সুমন শিকদারের লোকেরা আমাদের উপর হামলা চলায়। তাদের হামলায় আমাদের পক্ষের ১৫ থেকে ২০ জন আহত  হয়েছেন।

আহতরা বর্তমানে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে থানায় মামলা করবেন বলে জানা গেছে। 

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ কালবেলাকে বলেন, সরকারি জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বালুর সাইট দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

তিনি আরও বলেন, সংঘর্ষ চলাকালে পাথরের আঘাতে একজনের মাথা ফেটে গেছে ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

Read Entire Article