জাবি শিক্ষার্থীকে মারধর করায় কলেজ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

3 days ago 6

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী হুসনে মুবারককে মারধরের দায়ে সিবগাতুল্লাহ আল ছামি নামে এক কলেজ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অভিযুক্ত ছামি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় তাকে পুলিশে সোপর্দ করা হয়।

জানা যায়, প্রাণিবিদ্যা বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থীরা ফিল্ড ওয়ার্কের জন্য বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে গেলে সেখানে বহিরাগত ওই শিক্ষার্থীকে তার বান্ধবির সঙ্গে অপ্রীতিকর অবস্থায় দেখতে পায়। এসময় হুসনে মুবারক সহকারী প্রক্টর অধ্যাপক আব্দুর রাজ্জাককে ফোনে বিষয়টি জানালে বহিরাগতরা তার ওপর হামলা করে। এতে তিনি মাথা, হাত ও চোয়ালে আঘাত পান।

এসময় মুবারকের সঙ্গে থাকা অন্য শিক্ষার্থীরা অভিযুক্তকে আটক করে নিরাপত্তাকর্মীদের কাছে হস্তান্তর করে। পরে প্রক্টর অভিযুক্তের বাবাকে ডেকে তার উপস্থিতিতে পুলিশে দেয়।

প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছি। এঘটনায় প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তকে পুলিশে দিয়েছি।

সৈকত ইসলাম/এএইচ/এএসএম

Read Entire Article