জাবিতে থাকছে না মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা, ভিসি কোটার সিদ্ধান্ত পরে

1 month ago 21

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদন শুরু হবে ১ জানুয়ারি থেকে। এই ভর্তি চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। তবে এবার ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

সভা শেষে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা এই তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ১ জানুয়ারি থেকে ২১ জানুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা শুরু হবে ৯ ফেব্রুয়ারি এবং চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

এবারের ভর্তিপ্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে ইউনিট কাঠামোতেও। গত বছরের ছয় ইউনিটের পরিবর্তে এবার ১০টি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আইন অনুষদ, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট আলাদা ইউনিট হিসেবে পরীক্ষার আয়োজন করবে এবার।

মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিলের বিষয়ে সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, এই কোটা বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে পোষ্য কোটা ও ভিসি কোটা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সভায় নেওয়া হবে।

Read Entire Article