জাবির গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতৃত্বে উজ্জ্বল-সিয়াম

2 months ago 7
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য অনুমোদিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে মার্কেটিং বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল এবং সদস্যসচিব হিসেবে আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম দায়িত্ব পালন করবেন। বুধবার (১৮ জুন) রাতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং সদস্যসচিব জাহিদ আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন নাসিম আল তারিক, যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন নাহিদ হাসান ইমন, কাউসার আলম আরমান, জান্নাতুল ফেরদৌস আনজুম, দেওয়াল আল ফাহাদ, জিয়া উদ্দিন আয়ান, নাজমুল ইসলাম লিমন, শাহরিয়ার ইমন, জাহিদ হাসান। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন আহসান লাবিব, যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন, তানভীর আহমেদ শিহাব, মার্যিউর রহমান চৌধুরী, সাজ্জাদ হোসেন, ফারহানা বিনতে জিগার ফারিনা, গালিব হাসান, রিয়াজুল ইসলাম রিয়াজ, মাশরুফ হোসেন, মো. সজীব চৌধুরী, সাদি মোহাম্মদ সাদি। এছাড়াও সংগঠনটির মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন নকিব আল মাহমুদ অর্ণব এবং মুখপাত্রের দায়িত্ব পালন করবেন নাদিয়া রহমান অন্বেষা। জাবি শাখার নতুন আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, আমাদের রাজনীতি হবে চব্বিশের আন্দোলনের স্পিরিটকে ধারণ করে। ক্যাম্পাসে র‍্যাগিং, গেস্টরুম, সিট দখলের যে সংস্কৃতি দূর করতে চাই। আশা করি আমরা আমাদের যাত্রায় সকল সচেতন শিক্ষার্থীকে পাশে পাবো।
Read Entire Article