জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সুখনগরী বারোখাদা গ্রামে প্রায় ৮ বিঘা জায়গার ওপর বিসৃতৃত পুকরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন সুলতান ভৌলা ও তার ভাই সাইফুল ইসলাম। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে তারা দেখেন পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে।
ভুক্তভোগী সুলতান ভৌলা বলেন, প্রতি বছরের মতো এবারও লাখ লাখ টাকা খরচ করে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়েছিল। এরমধ্যে সিলভার, ব্রিগেট, গ্লাসকার্প, বাটাসহ বিভিন্ন... বিস্তারিত