জামালপুরে পুড়িয়ে দেওয়া হলো যাত্রার প্যান্ডেল

2 months ago 32

জামালপুরের ইসলামপুরে যাত্রার প্যান্ডেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে পুলিশ। বুধবার (০৪ ডিসেম্বর) রাত ২ টার দিকে ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের শেষ সীমানা ও সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম অঞ্চলের টগারচরে এ ঘটনা ঘটে। 

পুলিশ বলছে, যাত্রার নামে অশ্লীল নাচ এবং জুয়ার আয়োজন করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যাত্রাপালার আয়োজক টগার চরের বাসিন্দা সুলতান মাহমুদ কালবেলাকে বলেন, চরের মানুষ আধুনিক বিনোদন থেকে বঞ্চিত। দিনে চরের অধিকাংশ মানুষ কৃষি কাজে ব্যস্ত থাকে। রাতে তাদের বিনোদনের জন্য যাত্রা পালার আয়োজন করা হয়। 

এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান রুমানের সঙ্গে একাধিক বার যোগাযোগ করা হলে তার মন্তব্য নেওয়া যায়নি।

ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ (সাইফ) বলেন, ‘আমাদের কাছে সংবাদ ছিল ইসলামপুরের টগারচরে রাত ১২টার পর যাত্রার নামে অশ্লীল নাচ এবং জুয়ার আসর বসানো হবে। এ কারণে আগুন দিয়ে প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও আয়োজকেরা আগে কোনো অনুমতি নেননি।’ 

ইসলামপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান কালবেলাকে বলেন, টগার চরে প্রশাসনের অনুমতি ছাড়াই যাত্রার নামে জুয়া এবং অশ্লীলতা হচ্ছে এমন অভিযোগ আসে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা-পুলিশকে তা বন্ধের ব্যবস্থা নিতে বলা হয়। 

তিনি বলেন, এ ধরনের নৃত্য যাত্রাপালা সমাজের অপকর্মকে বাড়িয়ে দেয় এবং যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। অসমাজিক নৃত্য ও জোয়ার আসর পুনরায় উজ্জীবিত যেন না হয় ও যুব সমাজকে এ সমস্ত কার্যকলাপ থেকে রক্ষা করতে সবাই এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Read Entire Article