জামায়াত আমিরের সুস্থতা চেয়েছে চীন, পাকিস্তান ও ফিলিস্তিন দূতাবাস

1 month ago 8

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করে হাসপাতালে ফুল পাঠিয়েছেন তিন দেশের রাষ্ট্রদূত। তারা হলেন- বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স (এআই) মুহাম্মাদ ওয়াসিফ এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান।

তারা জামায়াত আমিরের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

সোমবার (৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ।

jagonews24.com

এতে আরও বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চীনের রাষ্ট্রদূত, পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূতের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। তাদের এই আন্তরিকতা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

আরএএস/কেএসআর

Read Entire Article